বিশ্বকাপ মাথায় রেখে শুরু ধোনির ‘মিশন নিউজিল্যান্ড’
ড়াইটা যতই ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরের সঙ্গে আট নম্বরের হোক মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু যুদ্ধক্ষেত্রে নিউজিল্যান্ডকে হালকা ভাবে নেওয়ার পথে হাঁটছেন না। পাঁচ ম্যাচের সিরিজ শুরুর ছ’দিন আগে নিউজিল্যান্ডে পা রাখার পর কিউয়ি মিডিয়ায় এমনই ইঙ্গিত দিয়েছেন ভারত অধিনায়ক।
“নিউজিল্যান্ড ভাল দল। ভাল বোলার আছে টিমে, ওদের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব ভাল। বিশেষ করে ঘরের মাঠে। তা ছাড়া এখানকার পরিবেশের ব্যাপারটা আমাদের থেকে ওরা ভাল জানে। তাই এর আগে নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা যাদের নেই তাদের কাছে এই সিরিজটা বড় চ্যালেঞ্জ,” বলেন ধোনি। সঙ্গে ‘টিম ইন্ডিয়া’র ক্যাপ্টেন আরও যোগ করেন, “আমরা নিউজিল্যান্ডকে হালকা ভাবে নিচ্ছি না। যে সম্মানটা ওদের প্রাপ্য সেটা দিতেই হবে। তা ছাড়া ওদের টিমে এমন কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে যারা এতটাই বিপজ্জনক যে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।”

সাংবাদিক সম্মেলনে ঢুকছেন ভারত অধিনায়ক।
সোমবার অকল্যান্ডে। ছবি: এএফপি।
১৩ মাস পরেই বিশ্বকাপ। যার অন্যতম আয়োজক নিউজিল্যান্ড। সে দিকে লক্ষ্য রেখে এই সিরিজ টিমের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে বলেও মনে করেন ভারত অধিনায়ক। ধোনি বলেন, “এখানকার মাঠগুলোর আকার একেবারে অন্য রকম। তাই ফিল্ডিং পজিশন ঠিক করাটা কঠিন। সাধারণত যে পজিশনে ফিল্ডার দাঁড় করানো হয় সেটা এখানকার মাঠে রাখা যায় না। তাই ব্যাপারটা চ্যালেঞ্জিং। সব মিলিয়ে টিমের সবার জন্যই দুর্দান্ত একটা সিরিজ হতে চলেছে।”
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে আর টেস্টে ব্যর্থতার পর ভারতের ব্যাটসম্যানদের পাশাপাশি বোলিং নিয়েও সমালোচনা কম হয়নি। ধোনি যদিও পারফরম্যান্সের প্রশ্নে টিমের বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন। “বোলারদের পারফরম্যান্সে আমি খুশি। কোন পরিবেশে বল করতে হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেট ফাস্ট বোলারদের সাহায্য করে আমাদের হাতে এমন বোলার আছে যারা তার পুরো ফায়দা তুলতে পারবে।”
ভাগ্যও সুপ্রসন্ন ধোনির। ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগেই ‘টিম ইন্ডিয়ার’ জন্য রয়েছে পিঠের চোটে অভিজ্ঞ কিউয়ি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরির ছিটকে যাওয়ার খবর। নিউজিল্যান্ডের মিডিয়া জানাচ্ছে সদ্য আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচের দায়িত্ব নেওয়া ৩৫ বছরের কিউয়ি তারকা চোটে এতটাই ভুগছেন যে চলতি মাসের শেষে কেরিয়ার নিয়ে কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনায় বসবেন।
নিউজিল্যান্ডে ‘মেন ইন ব্লু’ অপারেশেন ‘ব্ল্যাক ক্যাপস’-এ নামার আগে আবার ধোনিদের উপর প্রশংসার মিঠে বাতাস ছড়ালেন কিংবদন্তি অস্ট্রেলীয় ক্রিকেটার ইয়ান চ্যাপেল। “ব্যাটিংয়ে বিশ্বের সেরা তরুণ প্রতিভাদের তুলে আনতে সফল ভারত। শিখর ধবন, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, উন্মুক্ত চন্দ-রাই ব্যাটিংয়ের ভবিষ্যৎ,” বলেন প্রাক্তন অজি অধিনায়ক। সঙ্গে তিনি ধবনের প্রশংসা করে আরও যোগ করেন, “শিখর ধবনের খেলার ধরন আমার খুব পছন্দের। প্রতিভাবান, আগ্রাসী ওপেনার। যদি সফল হয় টিমের জন্য খুব মূল্যবান হয়ে উঠতে পারে।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.