দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হি-র আসন্ন ভারত সফরে সই হতে চলেছে পস্কোর প্রস্তাবিত ইস্পাত প্রকল্প। আজ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। অর্থের নিরিখে এটি ভারতে বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। তবে প্রাথমিক ভাবে এই প্রকল্পে যে পরিমাণ অর্থ লগ্নি হওয়ার কথা ছিল, তার থেকে কম লগ্নি হবে বলে এ দিন জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন। আগামী ১৫ তারিখ ভারতে আসছেন পার্ক
গিউন হি।
দক্ষিণ কোরিয়ার সংস্থাটিকে ওড়িশার জগৎসিংহপুরে কারখানা গড়ার জন্য সম্প্রতি কেনেদ্রীয় পরিবেশ মন্ত্রক যে ছাড় দিয়েছে, তাতে বেশ কিছু শর্তও উল্লেখ করেছে তারা। যার মধ্যে অন্যতম, লগ্নির ৫ শতাংশ সামাজিক প্রকল্পে খরচ করা বাধ্যতামূলক।
কিন্তু প্রকল্পে লগ্নির পরিমাণ যে কমছে, তা কী ভাবে পূরণ করা হবে, সে সম্পর্কে অবশ্য স্পষ্ট করে কিছু জানায়নি বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পাশাপাশি পার্ক-এর সঙ্গী প্রতিনিধিদল বৈঠক করবে ভারতীয় শীর্ষ বাণিজ্য কর্তাদের সঙ্গেও। তবে ইস্পাত প্রকল্পে অগ্রগতি হলেও পরমাণু ক্ষেত্রে কোনও অগ্রগতি যে আসন্ন সফরে হবে না, তা আজ স্পষ্ট করে দিয়েছেন আকবরউদ্দিন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের অসামরিক পরমাণু চুক্তি হলেও যৌথ উদ্যোগে পরমাণু চুল্লি গঠনের জন্য এখনও কোনও নতুন জায়গা নির্বাচন করা হয়নি বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাঁর বক্তব্য, অন্য কোনও পরমাণু প্রকল্প যে হেতু এগোচ্ছে না, তাই আগ বাড়িয়ে এখনই কোনও জায়গার কথা তুলতে চাইছে না ভারত। সূত্রের খবর, আমেরিকার সঙ্গে এ বিষয়ে জট কাটিয়ে তবেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ প্রকল্পে হাত দিতে চায় সাউথ ব্লক। |