|
|
|
|
১৫ কয়লাখনি বণ্টনে দুর্নীতি নেই: সিবিআই
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
১৩ জানুয়ারি |
১৫টি কয়লাখনি বণ্টনের ক্ষেত্রে কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে সুপ্রিম কোর্টকে সোমবার জানাল সিবিআই। ৫০টি সংস্থা খনি পেতে কোনও অনিয়ম করেনি বলেও জানিয়েছে তারা। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে কয়লাখনি বণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করছে সিবিআই।
ওই ছ’বছরের মধ্যে কিছু সময় কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ফলে, এই কেলেঙ্কারিতে বিরোধীদের নিশানায় রয়েছেন তিনি। সিবিআই সোমবার জানিয়েছে, মনমোহনের হাতে মন্ত্রক থাকার সময়ে যে সব খনি বণ্টন হয়েছে সেগুলি নিয়ে তাদের তদন্ত শেষ হয়ে গিয়েছে। কয়লা কেলেঙ্কারি মামলায় তারা শীঘ্রই চার্জশিট দেবে। তবে বেশ কিছু ক্ষেত্রে সিবিআই খনি বণ্টন খারিজ করার সুপারিশ করতে পারে বলে সংস্থা সূত্রে খবর। কী পদ্ধতিতে খনি বণ্টন বাতিল করা যেতে পারে তা জানাতে প্রাক্তন কয়লাসচিব পি সি পারেখের একটি নোটও স্ট্যাটাস রিপোর্টের সঙ্গে কোর্টে পেশ করেছে তারা।
পারেখের বিরুদ্ধে এক সময়ে এই মামলায় এফআইআর করেছিল সিবিআই। কিন্তু পরে জানা যায়, কয়লা মন্ত্রকের দুর্নীতি প্রকাশের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনিই।
এই পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি-বিষয়ক কমিটির বৈঠক ডাকা হয়। তাতে কী শর্তে কয়লাখনির লাইসেন্স বাতিল করা হবে তা নিয়ে আলোচনা হয়। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সরকারি সূত্রে খবর। এই
বিষয়ে সুপ্রিম কোর্টের মত চাইতেও অ্যাটর্নি-জেনারেল জি ই বাহনবতীকে নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে। |
|
|
|
|
|