হার ভুলে কোলাসোর চোখ এ বার ফেড কাপে
লকাতা লিগ অতীত। এ বার টার্গেট ফেডারেশন কাপ। ঘরোয়া লিগের ডার্বিতে হারের চব্বিশ ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল অন্দরমহলের নতুন মিশন এটাই। কোচ, কর্তা থেকে ফুটবলার সকলেরই বক্তব্য, “শনিবার মোহনবাগানের কাছে হার এখন অতীত। যাবতীয় ফোকাস এখন ফেডারেশন কাপে।”
কোচ, ফুটবলাররা নতুন লক্ষ্য বেছে নিলেও ডার্বির চব্বিশ ঘণ্টা পরেও হারের রেশ কাটেনি সমর্থকদের মধ্যে। যাদবপুর, বেলঘরিয়া, নাকতলার আড্ডায় লাল-হলুদ সমর্থকদের কেউ বলছেন “লিগ জিতলেও মোহনবাগানের কাছে হার মানা যায় না।” কেউ আবার বলছেন, “ওদের নিয়মরক্ষার ডার্বি জয় তো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তা-ও আবার দু’বছর চার দিন পর। তবু ম্যাচটা তো আমরাই হেরেছি!”
ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসো গরমাগরম বিবৃতি না দিয়ে গোয়ার বাড়ি থেকে এ দিন শুধু বললেন, “কলকাতা লিগ অতীত। এখন ফেড কাপ নিয়ে ভাবছি। আমাদের গ্রুপটা একটু শক্ত।” সঙ্গে এটাও বললেন, “কলকাতা লিগের পরেই ফেড কাপ। তার পর ফিরেই আইএফএ শিল্ড। ট্রফি যেমন চাই তেমনই ফুটবলারদের চোটমুক্ত রাখতে হবে। এটাই এখন নতুন চ্যালেঞ্জ। কারণ আই লিগ জয়ের দৌড়েও রয়েছি আমরা।”
সোমবার কাকভোরে ফেড কাপ খেলতে মঞ্জেরি উড়ে যাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। এ দিন বিকেলে কিটস নিতে তাঁবুতে এসেছিলেন চিডি-মোগা। দু’জনেই বললেন, “শনিবারের হার ফেড কাপে কোনও প্রভাব ফেলবে না। কেরলের মাটিতে নতুন লড়াই। আমরা তাঁর জন্য প্রস্তুত।” তবে সুয়োকা বললেন, “ডার্বির হার একটা শিক্ষা। ফেড কাপের গ্রুপে রাঙ্গদাজিদ, বেঙ্গালুরু এফসি, স্পোর্টিং ক্লুব রয়েছে। কঠিন লড়াই। তবে ওপারা চলে আসায় রক্ষণ শক্তিশালী হবে।”
এ দিকে, দলকে পরপর ম্যাচ খেলতে হওয়ায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কর্তারা। কলকাতা লিগে গত দু’সপ্তাহে ছ’টা ম্যাচ খেলতে হয়েছে। মাত্র তিন দিন পরেই বুধবার ফেড কাপে ক্লাবের প্রথম ম্যাচ। ইস্টবেঙ্গল যদি ফাইনালে ওঠে, তা হলে ফিরে এসেই আইএফএ শিল্ড। যেখানে তাদের প্রথম ম্যাচ ১ ফেব্রুয়ারি। এবং শিল্ড শেষ হয়েই গায়ে গায়ে শুরু হবে আই লিগের দ্বিতীয় পর্ব। শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলছেন, “ফুটবলারদের দোষারোপ করার আগে চার বার ভাবতে হচ্ছে। রিকভারির সময়টাই তো পাচ্ছে না ওরা। এ রকম গায়ে গায়ে ক্রীড়াসূচি নিয়ে চললে একটা সময় ম্যাচ ফিট ফুটবলার পাওয়াই সমস্যা হয়ে দাঁড়াবে।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.