বধূ নির্যাতনের অভিযোগে সাসপেন্ড মিনা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্ত্রীর দায়ের করা নির্যাতনের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের স্পেশ্যাল সুপার হৃষীকেশ মিনাকে সাসপেন্ড করা হল শনিবার। রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মারাত্মক অভিযোগ। সাসপেন্ড করার পাশাপাশি কলকাতা পুলিশ তদন্তও চালাবে।” নবান্ন সূত্রের খবর, রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কমিশনার আইএএস অফিসার অর্চনাদেবী তাঁর স্বামী হৃষীকেশ মিনার বিরুদ্ধে বধূ নির্যাতনের ও আরও কিছু অভিযোগ আনেন। অর্চনাদেবীর অভিযোগ খতিয়ে দেখে বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানায় তাঁর স্বামী-সহ পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে মামলা রুজু করে গোয়েন্দা বিভাগের মহিলা শাখা। এই পরিস্থিতিতে সার্ভিস রুলের সঙ্গে সঙ্গতি রেখে এ দিন আইপিএস অফিসার হৃষীকেশ মিনাকে সাসপেন্ড করা হয়। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, তাদের তদন্তকারীরা এ দিনই অর্চনাদেবীর সঙ্গে কথা বলেছেন। তিনি তাঁদের পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। তবে তাঁর স্বামীকে এখনও জেরা করেননি গোয়েন্দারা। রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রে বলা হয়েছে, এই মামলার তদন্তকারী সংস্থা হিসেবে কলকাতা পুলিশই ঠিক করবে অভিযুক্তদের গ্রেফতার করা হবে কি না, বা করলে কখন তা করা হবে।
পুরনো খবর: আইপিএস স্বামীর নামে আইএএস স্ত্রীর নালিশ
|
পৌষে হাওয়া-বদল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পৌষের সন্ধ্যায় আকাশ লাল। বয়ে আসছে দখিনা হাওয়াও! সৌজন্য, মধ্যপ্রদেশে হাজির হওয়া একটি ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশে হাজির হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার থেকেই তাপমাত্রা বাড়ছিল রাজ্যে। শনিবার ওই ঘূর্ণাবর্তের জেরেই আকাশে মেঘ জমল, বদলে গেল বায়ুপ্রবাহের অভিমুখ। উত্তরের বদলে হাওয়া বইল দক্ষিণ দিক থেকে। ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের দিকে সরে আসার ফলে আজ, রবিবার নদিয়া, মুর্শিদাবাদ-সহ রাজ্যের কোনও কোনও এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধু মেঘলা আকাশ নয়, বাড়বে তাপমাত্রাও। এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আবহবিদেরা মনে করছেন।
|
বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়া একটি হেলিকপ্টার শনিবার পরীক্ষামূলকভাবে নামানো হল সাগর মেলা চত্বরের চৌরঙ্গি মোড়ে জনসঙ্ঘ বিদ্যানিকেতনের মাঠে। সাগরের বিডিও পার্থসারথি মুখোপাধ্যায় বলেন, “বিকেল ৩টে ৪০ নাগাদ ওই কপ্টার নামে। কলকাতা থেকে সাগর পৌঁছতে সময় লেগেছে আধঘণ্টা।” মেলার ভিড়ে দুর্ঘটনার আশঙ্কায় স্কুলের মাঠে কপ্টার নামানোর সিদ্ধান্ত হয়। শনিবার থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ওই স্কুল ছুটি থাকবে বলে জানান প্রধান শিক্ষক মধুসূদন ঘোড়ুই। |