|
|
|
|
লোকসভায় সব রাজ্যেই লড়বে তৃণমূল, ঘোষণা করলেন মুকুল
প্রবাল গঙ্গোপাধ্যায় • রাঁচি
১১ জানুয়ারি |
ঝাড়খণ্ড-সহ দেশের প্রতিটি রাজ্যেই লোকসভা নির্বাচনে লড়বে তৃণমূল। আজ রাঁচিতে, দলের পরিবর্তন র্যালিতে এই সিদ্ধান্ত জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তাঁর দাবি, তৃণমূলের সাহায্য ছাড়া আগামী দিনে প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না।
মেরেকেটে হাজার দুয়েক লোক। তার উপরে কুয়াশাচ্ছন্ন, প্রতিকূল আবহাওয়া। এই পরিবেশেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল তৃণমূল। মুকুল রায় বলেন, “আগের বার আমাদের ফলাফল খারাপ হয়েছিল। কিন্তু চার মাসের মধ্যে দেশে লোকসভা ভোট হতে যাচ্ছে। দেশের এখন যা পরিস্থিতি, আগামী দিনে তৃণমূলের সমর্থন ছাড়া কেউই প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আমরা সব রাজ্যেই লড়ব।” তবে ঝাড়খণ্ডে ক’টি আসনে তাঁরা লড়বেন তা খোলসা করেননি মুকুলবাবু। এ রাজ্যে তৃণমূল রাজ্যবাসীর ঘরে ঘরে গিয়ে প্রচার চালাবে বলেই মুকুলবাবু জানান।
কেন তৃণমূল এ রাজ্যে সব দলের বিকল্প হতে পারে এই দাবি করতে গিয়ে মুকুলবাবুর একমাত্র সম্বল ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি’। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সৎ। দু’বার কেন্দ্রীয় মন্ত্রী আর ন’বারের সাংসদ হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন। টালির বাড়িতে থাকেন। হাওয়াই চপ্পল পড়েন। তাঁর নেতৃত্বে চৌত্রিশ বছর পরে পশ্চিমবঙ্গে আবার উন্নয়ন হচ্ছে। তিনিই পারবেন এ রাজ্যের মানুষের উন্নয়ন করতে।”
কংগ্রেস আর বিজেপি ছাড়াও এ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে আজ তোপ দাগেন তৃণমূল নেতা তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, “এই রাজ্য প্রাকৃতিক সম্পদের জন্য সমৃদ্ধ। তার ফয়দা তুলে দুর্নীতি করছে রাজনৈতিক দলগুলি। এমন পরিস্থিতিতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই হতে পারেন উপযুক্ত বিকল্প। চাঁদের গায়েও কলঙ্ক আছে। মমতাদির কোনও কলঙ্ক নেই। তিনিই পারেন এ রাজ্যের উন্নতি করতে।” |
|
|
|
|
|