দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ফের জটিল অস্ত্রোপচার করল পুরুলিয়া সদর হাসপাতাল। সম্প্রতি সেখানে দশ বছরের এক বালিকার চোখে জরুরি অস্ত্রোপচার করা হয়। পুরুলিয়া সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ দেবাশিস প্রামাণিক বলেন, “‘অ্যাম্বলায়োপিয়া’ নামের এই রোগ হয়েছিল ১০ বছরের একটি মেয়ের। প্রতি দশ হাজারে ২-৩ জনের এই রোগ হয়। এতে চোখ অলস হয়ে পড়ে। ঠিক মতো চিকিৎসা না হলে বারো বা তার একটু বেশি বয়সে ওই চোখ পুরোপুরি নষ্ট হয়ে যেত।”
হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগে আড়শার পলপল গ্রামের বাসিন্দা মধু কুমার তাঁর বছর দশেকের মেয়েকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। মধুবাবুর কথায়, “মেয়ে আগে বাড়িতে জানায়নি, পরে জানতে পারি সে ডান চোখে প্রায় কিছুই দেখতে পাচ্ছে না! চোখটাও কেমন সাদা হয়ে গিয়েছে।” দেবাশিসবাবুর কথায়, “মেয়েটি কয়েক দিন আগে যখন আসে, তখন দেখি ওর ডান চোখের লেন্স পুরোপুরি সাদা হয়ে গিয়েছে। চিকিৎসার পরিভাষায় এটাকে বলা হয় অর্জিত ছানি বা ‘ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট’। এত অল্প বয়সে সচরাচর ছানি পড়ে না। সংক্রমণ থেকেই এই ধরনের ছানি হতে পারে।” পরে মেয়েটির বাবার সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, কিছু দিন আগে খড়ের আঁটিতে মেয়েটির চোখে ধাক্কা লেগেছিল। তখন তাঁরা সে ভাবে গুরুত্ব দেননি। মেয়েটিও অসুবিধের কথা জানায়নি। এর পরেই দেবাশিসবাবু সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। দিন সাতেক আগেই জাহ্নবী কুমার নামে ওই বালিকার চোখে সফল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরে জাহ্নবী ডান চোখ সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। দেবাশিসবাবু জানিয়েছেন, এর পরে মেয়েটিকে ‘অ্যাম্বলায়োপিয়া থেরাপি’ করতে হবে। |