ভাতা বৃদ্ধি ও স্থায়ীকরণ-সহ এক গুচ্ছ দাবিতে শুক্রবার বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ দেখান পুরসভার স্বাস্থ্যকর্মীরা। ২৫টি ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস কার্যসূচির অন্তর্ভুক্ত বালুরঘাট পুরসভার অধীন ৭৭ স্বাস্থ্যকর্মী মাসিক আড়াই হাজার টাকার চুক্তিতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত। স্বাস্থ্যকর্মীদের পক্ষে কৃষ্ণা সরকার বলেন, “শহরে মা ও শিশুদের রোগ প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে ওই সামান্য টাকায় কাজ করে সংসার চালানো দায়। স্বাস্থ্য কর্মীদের মত সুবিধা দেওয়ার দাবি জানান তাঁরা। এ দিন বিক্ষোভ সমাবেশ থেকে তাঁরা পুরসভার চেয়ারপার্সনের কাছে স্মারকলিপি পেশ করেন।
|
রাজ্য ফার্মাসি কাউন্সিলের উদ্যোগে ফার্মাসিস্টদের বিশেষ পুনর্নবীকরণ শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়ায়। বৃহস্পতিবার রাত অবধি চলে ওই শিবির। কাউন্সিলের রেজিস্টার শোভন বাগচী জানিয়েছেন, শিবিরে জেলার মোট ৪৭১ জন ফার্মাসিস্ট পুনর্নবীকরণ করিয়েছেন।
|