টুকরো খবর
আজ শিলিগুড়িতে বরুণ
আজ শনিবার শিলিগুড়িতে আসছেন বরুণ গাঁধী। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ভারতীয় জনতা পার্টির জনসভায় প্রধান বক্তা হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বিশ্বপ্রিয় রায় চৌধুরীও। রাহুলবাবু বলেন, “বরুণ গাঁধীর উপস্থিতিতে দলের সদস্য সমর্থকেরা আরও উজ্জীবিত হবে।” বিজেপির দার্জিলিং জেলার যুব সম্পাদক বাপি পাল বলেন, “বরুণের সভাকে ঘিরে দলে প্রায় পাঁচশো যুবক যোগ দিয়েছেন।” আগামী ৫ ফেব্রুয়ারি কলকাতায় ব্রিগেড ময়দানে উপস্থিত থাকবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তাঁর সভায় যোগ দিতে হাজারের উপরে সদস্য অনলাইনে আবেদন করে একশো টাকার বেশি অনুদান দিয়ে উপস্থিতির অঙ্গীকার করেছেন বলে রাহুলবাবু দাবি করেন।

প্রতারণার অভিযোগ
সাড়ে চার বছরে দ্বিগুণ টাকা পাওয়ার প্রলোভনে পড়ে এক লক্ষ টাকা অর্থলগ্নি সংস্থায় রেখেছিলেন এক মহিলা। মেয়াদ শেষে টাকা না পেয়ে মহিলা প্রতারণার অভিযোগ দায়ের করলেন। অভিযোগ পেয়ে পুলিশ অর্থলগ্নি সংস্থায় এজেন্টকে গ্রেফতার করেছে। শামুকতলা থানার উত্তর মহাকালগুড়ি গ্রামে শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম সুদীপ নার্জিনারি। তার বাড়ি শামুকতলা থানার উত্তর মহাকাল গুড়ি গ্রামে। প্রতারিত ওই মহিলা জানান, তিনি জমি বিক্রির টাকা লগ্নি করেছিলেন।

জয়ী হিন্দি বালিকা
দিল্লি পাবলিক স্কুল আয়োজিত সুরেন্দ্রনাথ মেমোরিয়াল লিগ কাম নক আউট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হিন্দি বালিকা বিদ্যাপীঠ। ফাইনালে তারা আয়োজক দিল্লি পাবলিক স্কুলকে হারায়। এ দিন প্রথমে ব্যাট করে ডিপিএস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে। সর্বোচ্চ ৬৬ রান করেন শাহবাজ আনওয়ার। হিন্দি বালিকা ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। সর্বোচ্চ ৬৫ রান করে ম্যাচের সেরাও এমএস রাজু। টুর্নামেন্টের সেরা হয়েছে রয়্যাল অ্যাকাডেমির রোহিত অগ্রবাল।

মেয়েদের ক্রিকেট
দিল্লি পাবলিক স্কুল আয়োজিত সুরেন্দ্রনাথ মেমোরিয়াল লিগ কাম নক আউট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হিন্দি বালিকা বিদ্যাপীঠ। ফাইনালে তারা আয়োজক দলকে হারায়। এদিন প্রথমে ব্যাট করে আয়োজক দলটি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে। তাঁদের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে শাহবাজ আনওয়ার। হিন্দি বালিকা বিদ্যালয় ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। তাঁদের এমএস রাজু সর্বোচ্চ ৬৫ রান করে। ম্যাচ সেরাও সে। টুর্নামেন্টের সেরা হয়েছে রয়্যাল অ্যাকাডেমির রোহিত অগ্রবাল।

ক্ষোভ, স্মারকলিপি
বছরের শুরুতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের বই, বিদ্যালয় পরিচালনার প্রয়োজনীয় নথিপত্র, পড়ুয়াদের পোশাক, শূন্যপদে শিক্ষক নিয়োগ-সহ ১৭ দফা দাবিতে শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ দেখায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। এ দিন সংগঠনের পক্ষ থেকে সংসদ সভাপতিকে স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা জানিয়েছেন।

পথ দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির প্রধাননগরের দেবীডাঙ্গা বাজারে। মৃত যুবকের নাম সানিকা মুণ্ডা (৩৫)। বাড়ি স্থানীয় মিলন মোড় এলাকায়। পুলিশ চালককে গ্রেফতার করেছে।

দুর্ঘটনায় মৃত তিন
ট্রাক-বাইকের সংঘর্ষে বাইক আরোহী ৩ যুবকের মৃত্যু হল। শুক্রবার বেলা আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরপাড়ার দলমোড় চা বাগানের কাছে পাগলি নদীর সেতুর পাশে। ঘটনার পর ট্রাক রেখে চম্পট দেন চালক। মৃতদের নাম, অজয় নেহার (২১), মহারাজ ওঁরাও (১৯) ও জীবন কুজুর (১৯)। অজয়ের বাড়ি ধুমচিপাড়া চা বাগানে। বাকি দুজন তুলসীপাড়া চা বাগানের বাসিন্দা। বীরপাড়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অজয় দুই বন্ধুকে নিয়ে বাইকে বীরপাড়া যাচ্ছিল। দুর্ঘটনার পর এক ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।

ধর্ষণের নালিশ, গ্রেফতার এক
এক মহিলা শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। অন্য এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। গুরুতর অসুস্থ ওই মহিলাকে উদ্ধার করে গ্রামবাসীরাই তাঁকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যান। তাঁর বাড়ি ডুয়ার্সের বানারহাট থানা এলাকার শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফটকটারি গ্রামে। অভিযোগ, গত মঙ্গলবার বিকালে তাঁকে ধর্ষণ করা হয়। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন। ওই মহিলার স্বামী ভিন রাজ্যে দিনমজুর করেন। বাড়িতে তার ছেলে ও পুত্রবধূ রয়েছেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.