অর্থনীতির ছাত্র হিসেবে অভিজ্ঞান মুখোপাধ্যায় কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ কলেজ থেকে স্নাতক হয়েছেন। বাড়ির লোকজন চেয়েছিলেন অর্থনীতির অনার্সে ভাল ফল করা ছাত্রটি স্নাতকোত্তর পর্যায়েও ধারাবাহিকতা বজায় রাখুক। কিন্তু, ছোটবেলা থেকেই যে চিত্রনাট্য লেখার অভ্যেস করেছে, সিনেমা তৈরির স্বপ্নে মেতে থেকেছে, তাঁকে ঠেকাবে কে? তাই ছেলেটি সিনেমা তৈরির জন্য দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজে ভর্তি হন। দু’বছরের কোর্সের কৃতি ছাত্র হিসেবে স্বীকৃতি পান। সেখানে পড়াশোনার সূত্রে বাংলার বিখ্যাত ওপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার উপরে একটি ‘নটখট শরৎ’ নামে তথ্য চিত্র করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হিসেবে পুরস্কার পেয়েছেন। ‘শ্রেষ্ঠ আর্ট ডিরেকশন’ এবং ‘ফাইনাল ফিকশন ফিল্ম’ এর জন্য। বালক শরতের নাম ভূমিকায় প্রথম অভিনয়ের সুবাদেই শিলিগুড়ির জার্মালস অ্যাকাডেমির নবম শ্রেণির ছাত্র সুপ্রভ চক্রবর্তী শ্রেষ্ঠ নায়কের পুরস্কার পেয়েছে। ছবিতে সহ নায়িকার ভূমিকায় মনোনয়ন পেয়েছিলেন শিলিগুড়িরই সুস্মিতা ভট্টাচার্য। ছবিটির চিত্র গ্রহণ পর্বে শিলিগুড়ি ও সংলগ্ন ফাঁসিদেওয়া - আমবাড়ি অঞ্চলটিকে নির্বাচন করা হয়েছিল। অভিজ্ঞান শিলিগুড়ির ডনবস্কো স্কুলে ছাত্র। কলকাতা গিয়ে স্নাতক স্তরে পড়েছেন। মাস কমিউনিকেশন ও সাংবাদিকতায় স্নাতকোত্তর পর্যায়ে পড়েছেন। অতিথি শিক্ষক হিসেবে আই আই এ এসে পড়ানোর ডাক পেয়েছেন। ৯ জানুয়ারি অভিজ্ঞান পরিচালিত স্বল্প দৈর্ঘের ‘তেরে লিয়ে’র প্রিমিয়ার প্রদর্শিত হল। উদ্বোধন করেন মানস দাশগুপ্ত। অভিজ্ঞানের প্রতিবেশী আকাশবাণী শিলিগুড়ি প্রাক্তন কেন্দ্র অধিকর্তা শ্রীপদ দাস অভিকে উৎসাহিত করছেন। অভিজ্ঞানের বাবা অশোক মুখোপাধ্যায় ও মা সঙ্গীতা দেবী, দুজনেই এখন ছেলের আগামী নির্মাণের দিকে তাকিয়ে। সব ঠিক থাকলে চলতি বছরেই ৯০ মিনিটের একটি সিনেমা তৈরি করবেন অভিজ্ঞান।
|
তিন দিনের জাতীয় আলোচনাচক্র আয়োজন করেছিল শিলিগুড়ি কলেজ। উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূল্যে আয়োজিত এই আলোচনাচক্রের উদ্বোধন করেন সুমন্ত নিয়োগী। ‘স্বাধীনতার উত্তরপর্বে উত্তরবঙ্গের রাজনৈতিক অর্থনৈতিক চিত্র’ শীর্ষক আলোচনায় প্রবন্ধ পেশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রতনলাল চক্রবর্তী। আলোচনায় ছিলেন অচিন্ত্য দত্ত, আনন্দগোপাল ঘোষ -সহ উত্তরবঙ্গের নানা কলেজের ৫০ জন শিক্ষক-গবেষক। আলোচনা চক্রের আহ্বায়ক ছিলেন শ্যামল গুহরায়, সমীর সাহা, ডালিয়া রায়।
|
প্রয়াত কবি অরুণেশ ঘোষের ৭৩ তম জন্মদিবস উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা চক্র হল। কোচবিহারে রবিবার ২৯ ডিসেম্বর শহরের পাটাকুড়া এলাকার সাহিত্য সভা ভবনে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আয়োজক কবি অরুণেশ ঘোষ চর্চা কেন্দ্রের কর্তারা জানান, ওই অনুষ্ঠানে কবির সৃষ্টি নিয়ে আলোচনাচক্র ও কবিতা পাঠ হয়। সেখানে উদয়শঙ্কর বর্মা, নিত্য মালাকার, দেবজ্যোতি রায় সহ অনেকে অংশ নেন। উদ্বোধন করেন কবি সমীর চট্টোপাধায়।
|
মালদহ কলেজের স্নাতকোত্তর ইতিহাস বিভাগে গ্রন্থপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আশিস কুমার সরকারের ‘ন্যাশনালিজম, কম্যুম্যানিজম অ্যান্ড পার্টিশন অফ বেঙ্গল, মালদা ডিস্ট্রিক্ট’ শীর্ষক গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। গ্রন্থ সম্পর্কে আলোচনা করেন আনন্দগোপাল ঘোষ এবং রঞ্জন চক্রবর্তী। সভাপতি ছিলেন শিক্ষাবিদ সন্তোষকুমার চক্রবর্তী।
|
উত্তরবঙ্গ উৎসবের আসর বসছে মালবাজারে। উৎসবের ১৭টি কেন্দ্রের মধ্যে ডুয়ার্সের একমাত্র মালবাজারেই উৎসবের আসর বসছে। জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক জগদীশচন্দ্র রায় জানান, মালবাজারে ২২ -২৩ জানুয়ারি উৎসব হবে। ২২ তারিখ গান শোনাবেন শিবাজী চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোমচৌধুরী। ২৩ তারিখেও বহিরাগত শিল্পীরা হাজির থাকবেন। মালবাজার শহরে উত্তরবঙ্গ উৎসবের আসর এই প্রথম বসছে। উজলপাইগুড়ি জেলায় মালবাজার ছাড়াও জলপাইগুড়ি শহর ও আমবাড়ি ফালাকাটাতে উৎসব হবে বলে জগদীশবাবু জানিয়েছেন।
|
জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতল কোচবিহার জেলা বইমেলার মঞ্চ। রাসমেলা মাঠে ৩০ ডিসেম্বর থেকে এবারের জেলা বইমেলা শুরু হয়েছে। মেলা চত্বরের সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় আবৃত্তি, কবিতা পাঠ, নৃত্য, রবীন্দ্র সংগীত থেকে নজরুল গীতি , ভাওয়াইয়া গানের অনুষ্ঠান ছিল। ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ইন্দ্রায়ুধ নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ হয়। ৪ জানুয়ারির আকর্ষণ কলকাতার শিল্পীর সঙ্গীতানুষ্ঠান জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “৫ জানুয়ারি বইমেলার শেষ দিন প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি রয়েছে। |