এ বার পুরুলিয়াতেও সদস্য সংগ্রহ শুরু করল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। শুক্রবার রঘুনাথপুর শহরে ওই সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ দিন ব্লক কার্যালয়ের অদূরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের পাশে শিবির করে ওই কর্মসূচি হয়েছে। ‘আপ’ সদস্যদের মধ্যে রঘুনাথপুর শহরের বাসিন্দা বাণেশ্বর মুখোপাধ্যায় বলেন, “আগেই অনলাইনের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন বাসিন্দা আমাদের দলের সদস্যপদ নিয়েছেন। এর পরে দলীয় নেতৃত্বের নির্দেশে জেলা জুড়ে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করা হয়েছে।” এ দিন শিবিরে দশ জন ‘আপ’-এর সদস্য হয়েছেন বলে তিনি জানিয়েছেন। আগে অনলাইনে ১০ টাকা জমা দিয়ে সদস্য হতে হত। বর্তমানে বিনামূল্যেই আম আদমি পার্টির সদস্য হওয়া যাবে বলে ‘আপ’ সূত্রে খবর।
|
নিহত ছাত্র পরিষদ নেতা সুদেব ঘটকের ৩১তম মৃত্যুদিবস পালন করল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার বাঁকুড়ার কলেজ মোড় এলাকায় এই উপলক্ষে একটি সভা হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক মিনতি মিশ্র, ছাত্র ও যুব তৃণমূলের জেলা সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। বাঁকুড়া খ্রিস্টান কলেজের তৎকালীন ছাত্র পরিষদের সভাপতি সুদেবের উপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে এসএফআই সদস্যদের বিরুদ্ধে। মাথায় রডের আঘাত লেগে ১০ জানুয়ারি চিকিসাৎধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্র নেতার। শিবাজী বলেন, “সুদেব ঘটকের খুনের যথাযথ তদন্ত না হওয়ায় দোষীরা শাস্তি পায়নি। তাই আমরা ফের ওই ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।”
|
কৃষি উপকরণ-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সর্বনিম্ন ১০ হাজার টাকা বেতন-সহ কিছু দাবিতে অবস্থান বিক্ষোভ করল বামফ্রন্টের গণসংগঠনগুলি। শুক্রবার বাঁকুড়ার মাচানতলা ট্যাক্সিস্ট্যান্ডের কাছে ওই বিক্ষোভ চলে। ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সহ-সম্পাদক তথা সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অমিয় পাত্র-সহ বামফ্রন্ট নেতৃত্ব। অমিয়বাবুর অভিযোগ, “রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি মধ্যমগ্রামের ঘটনা তার অন্যতম নিদর্শন। অবিলম্বে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারকে। এই বিক্ষোভ কর্মসূচির জেরে বাঁকুড়ার এসপি অফিস মোড় ও ট্যাক্সিস্ট্যান্ড এলাকায় সাময়িক ভাবে যানবাহন চলাচল ব্যহত হয়।
|
বাংলা সাহিত্যের তিন বন্দ্যোপাধ্যায়ের (মানিক, তারাশঙ্কর ও বিভূতিভূষণ) স্মরণে একটি আলোচনাসভা হয়ে গেল ওন্দা থানা মহাবিদ্যালয়ের হল ঘরে। শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রতীপ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বহু মানুষ। প্রতীপভাবু বলেন, “বাংলা সাহিত্যে তিন বন্দ্যোপাধ্যায়ের অবদান ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতেই এই সভার আয়োজন। কলেজের বহু ছাত্রছাত্রী সভায় যোগ দিয়েছিলেন।
|
পুরুলিয়া শহরের যুব আবাসে সম্প্রতি হয়ে গেল দু’দিনের জেলা বিবেক চেতনা উৎসব। উদ্বোধন করেছিলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো। জেলা যুব আধিকারিক অমিয়কুমার দাস বলেন, “২৪টি বিভাগে মোট ৮০০ জন যোগ দিয়েছিলেন। ঝুমুর শিল্পী মিহিরলাল সিংহ দেও ও ভাস্কর ধ্রুব দাসকে সংবর্ধনা দেওয়া হয়। |