জঙ্গলমহলের পযর্টনক্ষেত্রগুলি থেকে কলকাতায় বাস চালানো হবে বলে ঘোষণা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরে কলকাতা থেকে পুরুলিয়া ও বান্দোয়ান থেকে পরীক্ষামূলক ভাবে দু’টি বাস চালু করা হল। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরণ সরকার জানিয়েছেন, অযোধ্যা পাহাড়ের নীচে বাঘমুণ্ডি এবং বান্দোয়ান থেকে দু’টি বাস এ বার নতুন বছরে পযর্টকদের জন্য চালু করা হয়েছে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নবকুমার বর্মন জানিয়েছেন, বর্তমানে ধর্মতলা থেকে বাঘমুণ্ডি ও ধর্মতলা থেকে বান্দোয়ান এই দু’টি রুটে বাস চালু করা হয়েছে। বাঘমুণ্ডিগামী বাসটি ধর্মতলায় ছাড়ছে সকাল সাড়ে আটটায়। বান্দোয়ানগামী বাসটি ছাড়ার সময় সকাল সাড়ে সাতটা। দু’টি বাসই বিকেলে গন্তব্যে পৌঁচচ্ছে। উল্টোদিক থেকে ধর্মতলামুখী বাস বাঘমুণ্ডি থেকে ছাড়ছে সকাল ছ’টায় ও বান্দোয়ান থেকে সাড়ে পাঁচটায়। তিনি বলেন, “বাসগুলির কোনও নাম ঠিক হয়নি। কেননা দু’টি বাসই পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে। যাত্রী কেমন হয় তা দেখে বা পযর্টকদের কিংবা সাধারণ মানুষের কথা চিন্তা করে নতুন সময় নির্ধারিত হবে।” পাহাড়তলির গ্রাম বাড়েরিয়ার বাসিন্দা প্রশান্ত মাহাতো বলেন, “বাস যদি পাহাড়ের উপর পর্যন্ত যেত তাহলে খুব ভালো হত।” |