বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বাঁকুড়া ও পুরুলিয়া দুই জেলায় পথে নেমেছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা) ও এসইউসি। ভুয়ো বিদ্যুৎ বিল নিয়েও তারা আন্দোলনে নেমেছে।
বিদ্যুতের মাসুল কমানো-সহ বেশ কিছু দাবিতে সম্প্রতি বাঁকুড়া জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেয় এসইউসি। দলের জেলা কমিটির সদস্য স্বপন নাগ বলেন, “দিল্লি, হরিয়ানার মতো রাজ্য বিদ্যুতের মাসুল কমাচ্ছে। মহারাষ্ট্র-সহ বেশ কিছু রাজ্যেও বিদ্যুতের মাসুল কমানোর বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি হয়েই চলেছে।” তাঁদের দাবি, মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের মাসুল অবিলম্বে কমাতে হবে। দাবিগুলি ঊধ্বর্র্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
একই দাবিতে কয়েকদিন আগে পুরুলিয়া শহর ও রঘুনাথপুরে রাস্তা অবরোধ করে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সংগঠনের পক্ষে গৌতম হাটি ও মদন চট্টোপাধ্যায় জানান, অন্য রাজ্য সরকার যেখানে বিদ্যুতের মাশুল কমাচ্ছে সেখানে এ রাজ্যে তা বাড়ানো হচ্ছে। প্রতিবাদ জানাতে তাঁরা পথে নেমেছেন। বৃহস্পতিবার আড়শা বিদ্যুৎ দফতরে স্মারকলিপি দেয় তারা। সংগঠনের পক্ষে গৌতম হাটির অভিযোগ, “এই ব্লকের কুদাগাড়া গ্রামের বেনারসী কুমার নামে একজন গ্রাহকের ১৯ মাসের বিল ১৮ হাজার টাকা পাঠানো হয়েছে। সেনাপতি মাঝি নামে এক জন এখনও সংযোগই নেননি, অথচ তাঁরও বিল এসেছে।” দফতরের আড়শা স্টেশন সুপারিন্টেন্ডেন্ট দেবদাস ভট্টাচার্য বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে।” |