দারিদ্রতার সুযোগ নিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে তৃণমূল। শুক্রবার ভরতপুর-২ ব্লকের কংগ্রেসের কর্মী সম্মেলনে এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। সালারের উজুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সম্মেলনে হাজির ছিলেন ব্লকের সাতটি পঞ্চায়েতের বুথ কর্মীরা। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার, কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় প্রমুখ।
এ দিন নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের উদ্দেশে অধীর চৌধুরী বলেন, “পার্টিকে উপেক্ষা করে কোনও কাজ করবেন না। মনের মধ্যে অহঙ্কার আনবেন না। দলের কর্মী ও মানুষের সাথে কথা বলে এলাকার উন্নয়নের কাজ করুন।” সঙ্গে সংযোজন, “মানুষ সব পারে, শুধু অপমান সহ্য করতে পারে না। মানুষকে ভিখারি ভাববেন না। বরং আপনিই ভিখারি। আপনিই ভোটের জন্য মানুষের কাছে যান। মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করুন। এটাই মানুষ চায়।” জেলা জুড়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক প্রসঙ্গে অধীরবাবু বলেন, “বেকার যুবকদের দলে টানতে রাজ্যের মুখ্যমন্ত্রী ইঁদুর মারার কল আবিষ্কার করেছে। বেকার যুবকদের সিভিক পুলিশ বানাচ্ছে। ক্ষমতা থাকলে বেকারদের স্থায়ী চাকরির ব্যবস্থা করুক। আমি তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলব।” অধীর চৌধুরীকে কটাক্ষ করে জেলা তৃণমূলের কার্যকারী সভাপতি হুমায়ূন কবীর বলেন, “সিভিক পুলিশ আট মাস আগে তৈরি হয়েছে। লোকসভা ভোটের আগে নিজের আসন ধরে রাখতে ভুল বকছেন অধীর চৌধুরী।” |