ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
নিজের স্কুলের এক শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক শিক্ষক। পুলিশ জানিয়েছে, পঙ্কজ মণ্ডল নামে ওই শিক্ষকের বাড়ি মালদহের বাখরপুর গ্রামে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলে। ধৃতকে ২২ জানুয়ারি পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন জঙ্গিপুর মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারক শুভ্রকান্তি ধর। পুলিশ জানিয়েছে, ধৃত রঘুনাথগঞ্জ-২ ব্লকের ইছাখালির একটি হাইস্কুলের শিক্ষক। যে শিক্ষিকা অভিযোগ দায়ের করেছেন তিনিও ওই স্কুলেই পড়ান। ওই শিক্ষিকার অভিযোগ, শিক্ষকতার সূত্রেই তাঁদের আলাপ হয়েছিল। বুধবার রাতে শিক্ষিকা পঙ্কজবাবুর নামে অভিযোগ জানন। আজ, শুক্রবার পঙ্কজবাবুর ডাক্তারি পরীক্ষা হবে।
|
মনোনয়ন পর্ব শেষ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
নির্বিঘ্নেই শেষ হল জঙ্গিপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পর্ব। শুক্রবার কলেজের ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করে কড়া পুলিশি ব্যবস্থায় মুড়ে ফেলা হয় কলেজ চত্বরকে। দফায় দফায় মনোনয়ন পত্র জমা দেয় প্রথমে এসএফআই। পরে আসে ছাত্র পরিষদ। শেষে কলেজে ঢোকে তৃণমুল ছাত্র পরিষদ সমর্থক ছাত্ররা। এ দিন সব মিলিয়ে ৩৬ টি আসন থাকলেও কোনও ছাত্র না থাকায় ১টিতে নির্বাচন হচ্ছে না। বাকি ৩৫ টি আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেয় ১১৭ জন। তৃতীয় বর্ষ বাণিজ্য ও দ্বিতীয় বর্ষ বায়ো-সায়েন্সে কোনও বিকল্প প্রার্থী না থাকায় এসএফআই-য়ের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে। তবে স্ক্রুটিনি না হওয়ায় তাদের জয়ী ঘোষণা করা হয় নি এ দিন।
|
জোর করে আটক, অভিযুক্ত বিজিবি |
এক ভারতীয় কৃষককে জোর করে আটকে রাখার অভিযোগ উঠল ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ এর বিরুদ্ধে। শুক্রবার সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তের ঘটনা। এ নিয়ে বিএসএফ ও বিজিবি-এর মধ্যে এ দিন দুপুরেই ‘ফ্ল্যাগ মিটিং’ হলেও গেদে উওরপাড়ার বাসিন্দা বছর পঞ্চাশের উত্তম মজুমদারকে ফিরিয়ে আনা যায় নি। উত্তমবাবুর পরিবারের লোকজন এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগও করেছেন। জেলাশাসক পিবি সালিম বলেন, “বিষয়টি জানার পর বিএসএফের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। রিপোর্ট মিললেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” পুলিশ ও পারিবারিক সূত্রের খবর, গেদের বাংলাদেশ সীমান্তে কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে উত্তমবাবুর বেশ কয়েক বিঘা আবাদি জমি রয়েছে। অন্যান্য দিনের মত এ দিন সকালে তিনি কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সচিত্র ভোটার কার্ড দেখিয়ে জমিতে গিয়েছিলেন। বেলার দিকে গ্রামে খবর আসে উত্তমবাবুকে বিজিবি-এর জওয়ানরা ধরে নিয়ে গিয়েছেন।
|
মাস ন’য়েক আগে মানসিক ভারসাম্যহীন এক মহিলার ঠাঁই হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সঙ্গে ছিল তার আড়াই বছরের মেয়ে। হাসপাতালের নার্সরা ভালবেসে তার নাম রেখেছিল ‘দীপ্তি’। শুক্রবার ছোট্ট দীপ্তিকে পাঠানো হল মুর্শিদাবাদের শিশু কল্যাণ দফতরের দত্তক গ্রহণ কেন্দ্র মালদহে। যাওয়ার আগে হাসপাতালের নার্সদের সঙ্গে দীপ্তি। |