তারকেশ্বরের গ্রামে সংঘর্ষ দুই দলের
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
এক মহিলাকে কটূক্তি করার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-সিপিএমের মারপিট হল লোকনাথ স্টেশন চত্বর।
বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় সর্ংঘষে ৩ তৃণমূল সমর্থক জখম হন। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি আলু বাছাইয়ের গুদামে। একটি মোটর বাইকও আগুনে পোড়ে। ভাঙচুর চালান হয় আলিগুড়ি গ্রামের কয়েকটি বাড়িতে।
পুলিশ জানায়, হুগলির লোকনাথ স্টেশন চত্বরে মহিলাদের কটূক্তি করার অভিযোগ কিছু দিন ধরেই উঠছিল। বৃহস্পতিবার রাতে একই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএম সমর্থকদের বচসা বাধে। শুরু হয় মারপিট। তারই জেরে রাতের দিকে সিপিএম সমর্থকদের ৪টি বাড়িতে ভাঙচুর চলে। রাতে আলিগুড়ি গ্রামে যায় তারকেশ্বর থানার পুলিশ। |
|
অগ্নিদগ্ধ গুদাম। ছবি: দীপঙ্কর দে। |
শুক্রবার সকালে কিছু লোক আলিগুড়ি গ্রামের একটি আলু বাছাইয়ের গুদামে আগুন লাগায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। অভিযোগ, এই ঘটনায় জড়িত তৃণমূল। গ্রামেরই দু’টি বাড়িতে ভাঙচুর চালিয়ে একটি অটো রিকশা ভাঙার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পুলিশ ফের গ্রামে যায়।
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, “তৃণমূল নিয়ন্ত্রণহীন ভাবে অত্যাচার চালাচ্ছে। পুলিশ-প্রশাসন নীরব দর্শক।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের হুগলি জেলা যুব সভাপতি দিলীপ যাদব বলেন, “সিপিএম রাজ্য জুড়ে মহিলাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করছে। আর লোকনাথ এলাকায় তাঁদের সমর্থকেরাই মহিলাদের কটূক্তিতে জড়িত। আমাদের সমর্থকেরা প্রতিবাদ করায় মারধর করা হয়েছে। দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।” |
|