|
|
|
|
ব্যবসার পূর্বাভাস বাড়াল ইনফোসিস
সংবাদ সংস্থা • মহীশূর
১০ জানুয়ারি |
আমেরিকা ও ইউরোপ-সহ পশ্চিমী দুনিয়া ছন্দে ফেরার ইঙ্গিতে চলতি অর্থবর্ষে নিজেদের আয়ের পূর্বাভাসও বাড়াল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। সামগ্রিক ভাবে ২০১৩-’১৪ সালে সংস্থার আয় ২৪.৪-২৪.৯% বাড়বে বলে শুক্রবার আশা প্রকাশ করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাটি। এর আগে বৃদ্ধি ২১-২২% হবে বলে জানিয়েছিল তারা। বিদেশের বাজারে সংস্থার আউটসোর্সিং ব্যবসার চাহিদা বাড়াই এর অন্যতম কারণ বলে জানিয়েছেন ইনফোসিসের এমডি-সিইও এস ডি শিবুলাল।
এ দিন অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে সংস্থা। ওই সময়ে তাদের নিট মুনাফা আগের বছরের তুলনায় ২১.৪% বেড়ে হয়েছে ২,৮৭৫ কোটি টাকা। অন্য দিকে, আয়ও ২৫% বেড়ে দাঁড়িয়েছে ১৩,০২৬ কোটিতে। সংস্থার আশা, আগামী দিনেও এই বৃদ্ধি বজায় থাকবে।
গত কয়েক মাস ধরে সংস্থার একের পর এক শীর্ষ কর্তার পদত্যাগের জেরে খবরে উঠে এসেছে ইনফোসিস। তবে শিবুলালের দাবি, সংস্থা এখন বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। যে কারণে সামান্য অসুবিধা হলেও, তা এমন কিছু নয়। বরং যাঁরা সংস্থা ছেড়ে গিয়েছেন, তাঁদের আগামী দিনের শুভেচ্ছো জানিয়েছেন সংস্থা কর্ণধার নারায়ণমূর্তি। ইনফোসিসে নেতৃত্বের কোনও অভাব নেই বলেই এ দিন মত প্রকাশ করেছেন তিনি। দুই শীর্ষ কর্তা এ কথা বললেও, ডিসেম্বর ত্রৈমাসিকে গত পাঁচ বছরে এই প্রথম সরাসরি কমেছে তাদের কর্মী সংখ্যা। সংস্থা ছেড়ে যাওয়ার হারও ১৫.১% থেকে বেড়ে হয়েছে ১৮.১%। ফলে আগামী দিনে কর্মী ধরে রেখে ব্যবসা বাড়াতে ইনফোসিস কী পদক্ষেপ করে, সে দিকেই তাকিয়ে সকলে। |
|
|
|
|
|