|
|
|
|
ভিডিওকনের সল্টলেক কারখানা নতুন
করে চালু হতেই গোষ্ঠীদ্বন্দ্ব কর্মী সংগঠনে
গার্গী গুহঠাকুরতা • কলকাতা |
নতুন করে চালু হওয়ার পর মাস গড়াতে-না-গড়াতেই শাসক দলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ভিডিওকনের সল্টলেক কারখানা। যার জেরে সিঁদুরে মেঘ দেখছেন কর্মীরা। কারণ, এর ফলে কোনও ভাবে উৎপাদন মার খেলে, আখেরে তাঁরাই সমস্যায় পড়বেন বলে কর্মীদের আশঙ্কা।
ডিসেম্বরেই সেক্টর ফাইভে নতুন সাজে চালু হয়েছে বৈদ্যুতিন পণ্য নির্মাতা ভিডিওকনের ওই কারখানা। প্রথমে কথা ছিল, আগামী ফেব্রুয়ারিতে তা চালু হবে। কিন্তু খোলনলচে বদলে উৎপাদন শুরু হয়েছে নির্দিষ্ট সময়ের আগেই। কিন্তু মাস ঘুরতে-না-ঘুরতেই মাথাচাড়া দিয়েছে তৃণমূল কংগ্রেস ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা।
এত দিন এই কারখানায় দু’টি কর্মী সংগঠন ছিল। একটি সিটু সমর্থিত। অন্যটি তৃণমূল কংগ্রেস সমর্থিত। কিচেন অ্যাপ্লায়েন্সেস তৃণমূল কংগ্রেস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাসের দাবি, ২০০০ সাল থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরাই প্রথম সেক্টর ফাইভে দলের শ্রমিক সংগঠন চালু করেন। তাঁর অভিযোগ, “যে ভাবে দোলা সেন প্রাক্তন সিটু সমর্থকদের নিয়ে আর একটি তৃণমূল ইউনিয়ন তৈরি করলেন, তা দুঃখজনক।”
তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী দোলা সেনের অবশ্য দাবি, “আমার এখন দশ হাজার ইউনিয়ন রয়েছে। কয়েকটি জায়গায় সমস্যা থাকতে পারে। চট করে তা বলা সম্ভব নয়।”
কলকাতায় সংস্থার প্রধান ইন্দ্রজিৎ ঘোষের দাবি, এই কারখানা দেশি প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি চিনা নির্মাতাদের সঙ্গেও পাল্লা দিতে পারে। ফলে সেখানে কারখানার স্বার্থ বজায় রেখেই কর্মীরা চলবেন বলে তাঁর আশা। ইউনিয়নের দলাদলিতে উৎপাদন ব্যাহত হলে, তা কর্মীদেরই স্বার্থবিরোধী হবে বলে মনে করেন তিনি। |
|
|
|
|
|