ডিসেম্বরে লগ্নি বাড়ল শেয়ার নির্ভর ফান্ডে
সংবাদ সংস্থা • মুম্বই |
দেশের শেয়ার বাজার ছন্দে ফিরছে। আর এর হাত ধরেই ডিসেম্বরে শেয়ার নির্ভর (ইক্যুইটি) মিউচুয়াল ফান্ড প্রকল্পগুলিতে লগ্নিও বেড়েছে অনেকটাই। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস (অ্যামফি)-এর পরিসংখ্যান অনুসারে গত মাসে এই ক্ষেত্রে লগ্নি হয়েছে ১,০৫৯ কোটি টাকা। ২০১১-র সেপ্টেম্বরের পর যা সবচেয়ে বেশি। ওই সময়ে তার পরিমাণ ছিল ১,৪০১ কোটি। গত বছরের শেষ দিকে দেশের বাজার কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোয়, মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি শেয়ার নির্ভর বিভিন্ন ফান্ডে তুলনায় বেশি অর্থ ঢেলেছে। পাশাপাশি, নতুন কয়েকটি ইক্যুইটি ফান্ড বাজারে আসাও এই বৃদ্ধিতে ইন্ধন জুগিয়েছে। তবে পুরো ২০১২ জুড়ে শেয়ার নির্ভর ফান্ডগুলি থেকে বিনিয়োগকারীরা ৮,৭০০ কোটি টাকার বেশি অর্থ সরিয়ে নিয়েছেন।
|
প্রাকৃতিক গ্যাসের দর
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
আগামী ১ এপ্রিল থেকেই দেশে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণ করার নতুন ফর্মূলা চালু হচ্ছে বলে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। ফলে সরকারি ও বেসরকারি, সব সংস্থার প্রাকৃতিক গ্যাসের দামই এখনকার তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে ইউনিট পিছু ৮.২-৮.৪ ডলারে দাঁড়াবে।
|
পশ্চিমী দুনিয়ার ছন্দে ফেরার ইঙ্গিতে এই অর্থবর্ষে আয়ের পূর্বাভাস বাড়াল ইনফোসিস। ২০১৩-’১৪ সালে আয় ২৪.৪-২৪.৯% বাড়বে বলে শুক্রবার আশা প্রকাশ করেছে তারা। আগে প্রত্যাশিত বৃদ্ধি ছিল ২১-২২%। ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা ২১.৪% বেড়ে হয়েছে ২,৮৭৫ কোটি টাকা। ব্যবসাও বেড়েছে ২৫%। |