‘পুরো ফিল্মের স্ক্রিপ্টের মতো’। জেরার্ডো মার্টিনোর উক্তির এই চারটে শব্দই ছিল বৃহস্পতিবার সব স্প্যানিশ দৈনিকের শিরোনাম। চোট সারিয়ে প্রথম বার মাঠে নেমে চেনা মেজাজেই বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি। জোড়া গোলেই বার্সা জার্সিতে প্রত্যাবর্তন করলেন মেসি। যার সৌজন্যে কোপা দেল রে-র প্রথম পর্বে গেতাফেকে ৪-০ গোলে হারাল বার্সেলোনা। এবং যা নিয়ে বলতে গিয়েই মার্টিনোর ওই উক্তি।
এ দিন মেসিকে রিজার্ভে রেখেই প্রথম দল সাজান বার্সা কোচ মার্টিনো। সেস ফাব্রেগাসের জোড়া গোলে ২-০ এগোয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ইনিয়েস্তার পরিবর্ত হিসেবে মাঠে নামেন মেসি। কাম্প নু-তে ফের দেখা যায় মেসি-ম্যাজিক। ম্যাচের শেষের দিকে তিন মিনিটের মধ্যেই জোড়া গোল উপহার দেন এলএম টেন। যার পরেই পুরো গ্যালারি জুড়ে চলতে থাকে সমর্থকদের চিত্কার, “ওয়েলকাম ব্যাক ম্যাজিশিয়ান।” |
মাঠে নেমেই স্বমহিমায়। ছবি: এএফপি। |
ম্যাচের পরে বার্সা কোচও বলে দেন, মেসির প্রত্যাবর্তন কোনও চলচ্চিত্র চিত্রনাট্যের থেকে কম নাটকীয় নয়। মার্টিনো বলেন, “মেসির কেরিয়ার ফিল্মের স্ক্রিপ্টের মতোই। তিন মিনিটের মধ্যে ও দুটো গোল করল। অবিশ্বাস্য!” সঙ্গে তিনি যোগ করেন, “চোট সারানোর জন্য অনেক কঠিন লড়াই করেছে মেসি। যার প্রমাণ আজ পাওয়া গেল।”
শুধুমাত্র জোড়া গোল উপহার দেওয়া নয়। বার্সা সমর্থকদের আরও একটা উপহার দিলেন মেসি। বার্সায় নিজের ভবিষ্যত্ নিয়ে যাবতীয় জল্পনা শেষ করে বলে দিলেন, “আমি বার্সেলোনাতেই অবসর নিতে চাই। অনেক ক্লাব আমাকে সই করাতে চাইলেও পুরো কেরিয়ার আমি এই ক্লাবেই থাকতে চাই।” সঙ্গে যোগ করেন, “আমার কাজ দলকে সাহায্য করা। আজ ভাল লাগছে জোড়া গোল করে। মরসুমে আরও কঠিন ম্যাচ আসছে।” চোট সারিয়ে ফেরা প্রসঙ্গে মেসি বলেন, “আজ খেলার সময় কোনও ব্যথা অনুভব করিনি। গত মাসে আমার লক্ষ্য ছিল প্রথমে চোট সারানো। তার পরে চেয়েছিলাম ভাল করে প্র্যাকটিস করতে, যাতে খেলতে গিয়ে ব্যথা না লাগে।” পাশাপাশি মেসি জানিয়ে দিলেন, সোমবার টানা পাঁচ বার ফিফা ব্যালন ডি’অর জেতার নজির গড়বেন কি না, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই তাঁর। “ব্যালন ডি’ অর খুবই ভাল একটা অনুষ্ঠান। টানা পাঁচ বার জিততে না পারলেও আমার কোনও আক্ষেপ থাকবে না।” |