|
|
|
|
দলেই তোপের মুখে রমেশ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
৯ জানুয়ারি |
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশকে বেনজির আক্রমণ করলেন তাঁর দলেরই নেতা জনার্দন দ্বিবেদী। ফলে কংগ্রেসে নবীন ও প্রবীণের দ্বন্দ্বটি আরও এক বার প্রকাশ্যে চলে এল।
আম আদমির পার্টির উত্থানের পর কংগ্রেসের ভরাডুবি হয়েছে দিল্লিতে। তা সত্ত্বেও কংগ্রেসের নেতারা দলের মনোবল ধরে রাখার চেষ্টা করে গিয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালদের জন্য অন্য দলের হতাশ হওয়ার কোনও কারণ নেই। এমন অনেক দলেরই জন্ম হয়েছে। আবার কালের নিয়মে তারা হারিয়েও গিয়েছে। কিন্তু আজ রমেশ বলেন, “আপকে নিয়ে মস্করা করা উচিত নয়। কারণ, দুর্নীতি, রাজনীতিতে ব্যয়সঙ্কোচের মতো যথার্থ বিষয়গুলি নিয়ে তারা আন্দোলন করছে।”
এর পরেই জনার্দন আজ জয়রামকে এক হাত নিয়ে বলেন, “এই মতামত কিছু ব্যক্তির হতে পারে। অতি উৎসাহে এমন মন্তব্য করতে পারেন। যিনি নিজে রাজনৈতিক কর্মী নন, তাঁরাই এমন কথা বলতে পারেন।”
কংগ্রেসের শীর্ষ সূত্রের মতে, রমেশকে এই ভাষায় আক্রমণ করাটা আকস্মিক কোনও ঘটনা নয়। জয়রাম রাহুল গাঁধীর ঘনিষ্ঠ। রাহুলের কৌশল রচনার অন্যতম রূপকার তিনি। মনমোহন সিংহ নিজের ইনিংসের ইতি ঘোষণার পর রাহুল গাঁধীই এ বারে দলের মুখ হতে চলেছেন। রাহুলও অনেক দিন ধরে তরুণদের নিয়ে একটি নতুন টিম গঠন করছেন। রমেশ কংগ্রেসের কর্মী হয়েও সমাজকর্মীর মতো চলছেন। লোকপাল বিল নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন।
এই বিষয়গুলি নিয়ে অনেক দিন ধরেই দলে প্রবীণদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। আজ সেই ক্ষোভই উগরে দিয়েছেন জনার্দন। লোকপাল নিয়েও রমেশের মন্তব্যের জবাবে জনার্দন বলেন “যাঁরা এই ধরনের মন্তব্য করছেন, তাঁরা এই বিল পাশ করানোর জন্য কী ভূমিকা নিয়েছেন?”
|
পুরনো খবর: সেনাপ্রধানের কনভয়ে আটক, ক্ষিপ্ত জয়রাম |
|
|
|
|
|