|
|
|
|
ভিজিল্যান্স কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিহারে
নিজস্ব সংবাদদাতা • পটনা
৯ জানুয়ারি |
দু’বছর আগে দুর্নীতির অভিযোগে ভিজিল্যান্স দফতরের এক ডিএসপিকে গ্রেফতার করেছিলেন তিনি। এ বার ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসলেন খোদ ভিজিল্যান্সের ওই পুলিশ সুপার পারভেজ আখতার। ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে আজ ভিজিল্যান্সের বিশেষ আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। ৭ ফেব্রুয়ারির মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
ভিজিল্যান্স সূত্রের খবর, বৈশালির একটি বেসরকারি কলেজে বেনিয়মের অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছিলেন ওই আধিকারিক। অভিযোগ, তদন্ত -রিপোর্ট কলেজের পক্ষে দেওয়ার বিনিময়ে অধ্যক্ষের কাছ থেকে আড়াই লক্ষ টাকা ঘুষ চান তিনি। তার ভিত্তিতেই বিশেষ আদালত ওই নির্দেশ দেয়।
ভিজিল্যান্স দফতরের ডিজি পি কে ঠাকুর বলেন, “ডিআইজি পদমর্যাদার এক অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।” |
|
|
|
|
|