|
|
|
|
নয়া চুক্তিতেই শান্তি বজায় চিন সীমান্তে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
৯ জানুয়ারি |
সদ্য স্বাক্ষরিত সীমান্ত চুক্তি মেনে (বর্ডার ডিফেন্স কো-অপারেশন এগ্রিমেন্ট) চলায় উত্তর-পূর্বাঞ্চলের চিনা নিয়ন্ত্রণরেখায় বজায় রয়েছে শান্তি। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনমোহন সিংহ রাই। আজ, শুক্রবার বরাহনগরে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের সমাবর্তনে অ্যান্টনির যোগ দেওয়ার কথা। তাই এ দিন বিকেল চারটে নাগাদ কলকাতায় পৌঁছেই পূর্বাঞ্চলের সেনা-প্রধানের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা দীর্ঘদিনের। ২০১৩ সালের এপ্রিলে লাদাখে চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে বিষয়টি নতুন করে মাথাচাড়া দেয়। এর পরে দু’দেশের শীর্ষ-কর্তারা আলোচনা করে একটি নতুন চুক্তি করার সিদ্ধান্তে পৌঁছন। গত অক্টোবরেই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং চিনা প্রধানমন্ত্রী লি খ্যছিয়ং নতুন একটি সীমান্ত চুক্তি (বর্ডার ডিফেন্স কো-অপারেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেন। তার পর থেকে এই চুক্তি মেনেই নিয়ন্ত্রণরেখায় কার্যকলাপ চালাচ্ছে দু’দেশের সেনা।
সেনা সূত্রের খবর, লাদাখের পাশাপাশি অরুণাচলপ্রদেশ দিয়েও চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল। তা ছাড়া, উত্তর-পূর্বাঞ্চলের অন্য সীমান্তেও চিনা গতিবিধির খবর রয়েছে। তাই এই এলাকার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। স্পর্শকাতর এলাকা হওয়ার জন্যেই উত্তর-পূর্বাঞ্চলে নতুন চুক্তি মেনে কাজ হচ্ছে কি না, সেটা জানতে চেয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। পূর্বাঞ্চলের সেনা মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন তরুণকুমার সিঙ্ঘা বলেন, “এই বিষয়টি মেনে চলার কথা প্রতিরক্ষামন্ত্রীকে জানানো হয়েছে।” বস্তুত, ইংরেজি নববর্ষে অরুণাচলের তাওয়াংয়ে একই সঙ্গে বর্ষবরণ উৎসবেও মেতেছিল দু’দেশের সেনা। |
|
|
|
|
|