|
|
|
|
উল্টোডাঙা উড়ালপুল ফের চালু হবে মার্চে
নিজস্ব সংবাদদাতা |
উল্টোডাঙার ভেঙে পড়া উড়ালপুলটি আগামী মার্চের মধ্যে চালু হবে। বৃহস্পতিবার মহাকরণে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মেরামতির কাজ চলছে। দ্রুত সেই কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। উল্টোডাঙা মোড়ের যানজট কমাতে ও ভিআইপি রোড থেকে ই এম বাইপাসে যাওয়ার জন্য কেষ্টপুর খালের উপর দিয়ে ওই উড়ালপুলটি তৈরি হয়। দু’বছরের মধ্যেই তার একাংশ ভেঙে পড়ে। এর পর থেকেই ওই উড়ালপুলের একটি দিক বন্ধ।
পুর-দফতর সূত্রে খবর, গত ৪ মার্চ ভোরে একটি ১২ চাকার লরির ধাক্কায় উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। চালক এবং খালাসি-সহ তিন জন জখম হন। ওই লরিচালকের বিরুদ্ধে মামলাও করা হয়। বাম আমলে তৈরি এই উড়ালপুল ভাঙা নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়। অভিযোগ ওঠে, বিয়ারিং ভেঙেই উড়ালপুলের একটি গার্ডার ভেঙে পড়ে। পুরমন্ত্রী তদন্তের নির্দেশও দেন। বেসু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা তদন্ত করে রিপোর্ট দেন।
অন্য দিকে, কেএমডিএ সূত্রের খবর, ই এম বাইপাসের মাঠপুকুর থেকে পার্ক সার্কাস মোড় পর্যন্ত নতুন উড়ালপুল তৈরির কাজ শুরু হয়েছিল ২০১০ সালে। প্রথমে প্রকল্পের ব্যয় ধার্য হয় ২৯২ কোটি টাকা। কিন্তু অনেক জায়গায় ঠিক সময়ে জমি দিতে না পারায় এবং অন্যান্য জটিলতায় কাজ আটকে যায়। ফলে প্রকল্পের ব্যয় বেড়ে হয় ৩১৮ কোটি টাকা। জেএনএনইউআরএম প্রকল্পে এই উড়ালপুলের কাজ শুরু হলেও বাড়তি টাকা দিতে অস্বীকার করে তারা। তখন সিদ্ধান্ত হয় বাড়তি টাকার ভার বহন করবে পুর ও নগরোন্নয়ন দফতর।
এ দিন মহাকরণে ফিরহাদ হাকিম বলেন, “পার্ক সার্কাসের উড়ালপুলের কাজ অনেকটা বাকি ছিল, তার জন্য নতুন টেন্ডার ডাকা হয়েছে। পাঁচটি সংস্থা তাতে অংশ নেয়। যে সংস্থা ন্যূনতম দরপত্র দিয়েছে, তারাই কাজ পাবে। ১৫ জানুয়ারি দরপত্র খোলা হবে। দেড় বছরে উড়ালপুলের কাজ শেষ হবে। নতুন সেতুটি তৈরি হলে যানজট সমস্যার অনেকটাই মিটবে।”
|
পুরনো খবর: উল্টোডাঙার উড়ালপুল ভেঙে খালে, আহত ৩ |
|
|
|
|
|