ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যাবতীয় ব্যর্থতার জন্য ডেভিড মোয়েস একজনকেই দায়ী করছেন। ফাব্রেগাস। মরসুমের শুরুতে চেয়েও যাঁকে বার্সেলোনা থেকে সই করাতে পারেননি। মোয়েস এখন সোশ্যাল মিডিয়ায় এ রকম ঠাট্টা-ইয়ার্কিরই শিকার।
মঙ্গলবার ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালে সান্ডারল্যান্ডের কাছে ১-২ হারের পর ম্যান ইউ সমর্থকদের বিরক্তির মাত্রাটা চরমে। তাঁদের প্রশ্ন একটাই। আর কত দিন? আর কত সুযোগ দেওয়া হবে মোয়েসকে? ঠিক ২৪ ঘণ্টা আগেই ক্লাব কর্তারা তাঁর পাশে দাঁড়ানো আর দলবদলের দ্বিতীয় উইন্ডোতে নতুন প্লেয়ারদের সই করাতে ২০০ মিলিয়ন পাউন্ড দেওয়ার কথা বলেছিলেন। তাতেও যে খুব একটা লাভ হয়নি সেটা সান্ডারল্যান্ডের ‘স্টেডিয়াম অব লাইট’-এ মোয়েসের আরও অন্ধকারে তলিয়ে যাওয়াতেই পরিষ্কার। ম্যান ইউ-র তিন কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসন, ববি চার্লটন আর ব্রায়ান রবসনের উপস্থিতিতেই ১৩ বছরের রেকর্ড ভেঙে টানা তিন ম্যাচে হারের জঘন্য নজির ‘রেড ডেভিল’দের। |
আর কত? সান্ডারল্যান্ডের কাছে হেরে মোয়েস। ছবি: এএফপি। |
মোয়েস অবশ্য সব দোষ চাপাচ্ছেন ম্যাচ অফিসিয়ালদের উপর, “খুব ভুল কিছু খেলিনি আমরা। প্রথম গোলটা (গিগসের আত্মঘাতী) ফ্রি কিক থেকে খেতে হল। ফ্রি কিকটা আমাদের পাওয়া উচিত ছিল। দ্বিতীয় গোলটা খেলাম পেনাল্টিতে (টম ক্লেভারলের ট্যাকল অ্যাডাম জনসনকে। বোরিনির গোল) সেটাও হয় না। মনে হচ্ছে ম্যাচ অফিসিয়ালরাও আমাদের প্রতিপক্ষ। আমরা তো হাসাহাসি করছিলাম অফিসিয়ালদের সিদ্ধান্ত দেখে।”
অবশ্য এই হাসি তিনি কতক্ষণ ধরে রাখতে পারেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, সান্ডারল্যান্ড ম্যাচের গোলদাতা ম্যান ইউ ক্যাপ্টেন নেমানজা ভিডিচের ম্যানেজার ইঙ্গিত দিয়েছেন চলতি মরসুমের পরই সার্বিয়ান ফুটবলার ক্লাব ছাড়তে পারেন। নতুন চুক্তি করার কোনও আগ্রহ নেই চার বছর ম্যান ইউয়ে খেলা বছর বত্রিশের সেন্টার ব্যাকের। একই অবস্থা রিও ফার্দিনান্দেরও। তিনিও ক্লাবের নতুন চুক্তির দিকে তাকিয়ে। সন্তুষ্ট না হলে ক্লাব ছাড়তে পারেন তিনিও বলে জল্পনা তুঙ্গে।
অশান্তির এখানেই শেষ নয়। ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে মোয়েস যে মন্তব্য করেছেন তার জন্য এফএ তদন্ত চালাচ্ছে। সঙ্গে মঙ্গলবারের ম্যাচে ম্যান ইউ সমর্থকদের বিপক্ষের দিকে আতসবাজি ছোড়ার ঘটনায়ও শাস্তির মুখে পড়তে পারে ক্লাব। ব্যর্থতার কালো মেঘে ক্রমশ ঢাকা পড়ে যাওয়া ক্লাবের ম্যানেজার কিন্তু এখনও আশাবাদী। হেরে উঠেই বলছেন, “দু’লেগের টুর্নামেন্ট। দ্বিতীয় লেগে যতটা সম্ভব চেষ্টা করব। প্লেয়াররা ভাল পারফর্ম করলেও সেটা রেজাল্টে বোঝা গেল না। আমি বেশ বুঝতে পারছি সাফল্যের দিনটা দূরে নেই।”
পরিস্থিতি যা, তাতে কোচের এই কথাগুলোই সমর্থকদের কাছে এখন হাস্যকর ঠেকছে। |