দাদার বাড়ি যেতেই পারেন, যুক্তি দলের
দাদার বাড়িতে দলের প্রথম সারির আধ ডজন নেতার সঙ্গে বোনের আলাদা-আলাদা বৈঠক। এবং তা নিয়ে সংবাদমাধ্যমে এমন শোরগোল পড়ল যে, ২৪ ঘণ্টার মধ্যেই প্রিয়ঙ্কা বঢরার ওই বৈঠক-পর্বকে যথাসম্ভব লঘু করে দেখাতে উঠেপড়ে লাগল কংগ্রেস।
দলীয় মুখপাত্র আজ বললেন
১) প্রিয়ঙ্কা মোটেও গত কাল নেতাদের বৈঠকে ডাকেননি। রাহুল গাঁধীর বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন তিনি সেখানে গিয়ে পড়েন। উপস্থিত নেতাদের সঙ্গে শুধু সৌজন্য বিনিময় হয় তাঁর।
২) দাদার বাড়িতে বোন যেতেই পারেন। তাতে হইচইয়ের কিছু নেই।
৩) প্রিয়ঙ্কাই ঠিক করেছেন, নিজের রাজনৈতিক কাজকর্ম সীমাবদ্ধ রাখবেন রায়বরেলী ও অমেঠিতে।
এর পাশাপাশি, গত কাল নেতাদের একাংশ দাবি করেছিলেন, প্রিয়ঙ্কার বৈঠকের সময়ে বাড়িতে ছিলেন না রাহুল। আজ তা নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান মুখপাত্র।
দলীয় সূত্রের ব্যাখ্যা, ভোটের আগে প্রিয়ঙ্কার ছায়ায় যাতে ‘দলের মুখ’ রাহুল ঢাকা না পড়ে যান, তার জন্যই এই বেনজির তৎপরতা। এমনিতেই অনেকে প্রিয়ঙ্কার মধ্যে ইন্দিরা গাঁধীর ছায়া দেখেন। কেউ কেউ আবার তাঁকে মনে করেন রাহুলের চেয়েও ক্ষুরধার ও পরিণতমনস্ক। কেন্দ্রীয় নেতৃত্বের আশঙ্কা, রাহুলকেই যখন দল প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরছে, তখন প্রিয়ঙ্কা প্রকাশ্যে এত সক্রিয় হলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বেন। শুরু হবে রাহুলের সঙ্গে তাঁর তুলনা। যার ফায়দা তুলতে মুখিয়ে আছে বিজেপি।
সেই আশঙ্কায় অবশ্য প্রিয়ঙ্কা পুরোপুরি নিজেকে গুটিয়ে নিচ্ছেন না। দলীয় নেতারা জানাচ্ছেন, রাহুলের অফিসের সঙ্গে জাতীয় ও রাজ্য স্তরের নেতাদের সমন্বয় করবেন প্রিয়ঙ্কা। সনিয়া-রাহুল কবে, কোথায় প্রচারে যাবেন, কী কৌশল নেবেন, তা নির্ধারণে ভূমিকা থাকবে তাঁর। কিন্তু এ নিয়ে মাতামাতি করবে না কংগ্রেস। বরং প্রকাশ্যে বোঝানো হবে, প্রিয়ঙ্কা অমেঠি এবং রায়বরেলী নিয়েই ব্যস্ত। বস্তুত, সেই চিত্রনাট্য মেনেই আজ ফের রাহুলের বাড়িতে যান প্রিয়ঙ্কা। এ বার সঙ্গে সনিয়া। স্পষ্টতই এই বার্তা দিতে যে, কাল রাহুলের বাড়িতে তাঁর যাওয়া কোনও বিক্ষিপ্ত ঘটনা ছিল না।
কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, ১০ জানুয়ারি অমেঠি যাবেন রাহুল। সঙ্গে যাবেন প্রিয়ঙ্কা। আবার অমেঠি থেকে ফিরেই দলের ইস্তেহার নিয়ে বৈঠক করতে রাহুল যাবেন বেঙ্গালুরু ও ভোপালে। কিন্তু তখন প্রিয়ঙ্কা হয়তো থাকবেন রায়বরেলী বা অমেঠিতে।
তবু প্রশ্ন থাকছে। এত করার পরেও কি আদৌ লঘু দেখানো যাবে প্রিয়ঙ্কার ভূমিকাকে?

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.