নকশালবাড়ির শিশু ধর্ষণ কাণ্ডের অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়ে নকশালবাড়ি থানায় স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আদিবাসী অধিকার মঞ্চের সদস্যরা। মঙ্গলবার প্রায় শ’খানেক সদস্য নিয়ে ওসিকে স্মারকলিপি দেন তাঁরা। বুধবার তাঁরা উত্তরবঙ্গের আইজি জাভেদ শামিমকে স্মারকলিপি দিতে যাবেন বলেও জানান। অন্যদিকে ধর্ষিতার দিদিকে এক বছর আগে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই মামলায় কেন ময়না তদন্তের রিপোর্ট তাঁর পরিবারকে দেওয়া হয়নি। তাতে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মাটিগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে দার্জিলিং জেলা লিগাল এড ফোরামের পক্ষ থেকে। শিশুটি আপাতত বিপন্মুক্ত বলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য কমিটির সদস্য সুষমা লাকড়া বলেন, “দোষীর দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। পুলিশের কাজে গাফিলতি রয়েছে।” এদিন স্মারকলিপি প্রদান করতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মন্টু বরাইক সহ অন্যান্যরা। পুলিশ অবশ্য জানিয়েছে গাফিলতির প্রশ্নই নেই। দার্জিলিং পুলিশের সার্কেল ইন্সপেক্টর অনুপম মজুমদার বলেন, “অভিযুক্তকে খোঁজা হচ্ছে। মাত্র চারদিন আগেই চুরির মামলায় সাজা শেষ করে বেরিয়েছিল কার্তিক। তারপরেই এই ঘটনা। দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে।” গত শুক্রবার নকশালবাড়িতে ৬ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক ব্যক্তি। কার্তিক লোহার নামে ও যুবক শিশুটির প্রতিবেশি। ধর্ষণ করে আবার বাড়িতে ফেরত দিয়ে যায় তাকে। পরদিন সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়ায় ও ক্রমাগত রক্তপাত হতে থাকায় তার মা জানতে পারে ঘটনাটি। তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ও পুলিশে খবর দেওয়া হয়। |