অস্ট্রেলীয়ায় ফেরত যেতে হল না টোলগে ওজবেকে। কলকাতায় ক্লাব না পেয়ে শেষ পর্যন্ত গোয়ায় চলে গেলেন টোলগে। সই করলেন ডেম্পোতে। মঙ্গলবারই গোয়া পৌঁছে ডেম্পোর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামার কথা অস্ট্রেলীয় স্ট্রাইকারের।
ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলে ফেলা টোলগে এ মরসুমে সই করেছিলেন মহমেডানে। কিন্তু বছর ঘোরার আগেই কোচ ও ক্লাব কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। একেই পারফরম্যান্স ছিল না। তার ওপর নানা টিমে নানা সমস্যা তৈরি করছিলেন। কর্তারা শেষ পর্যন্ত তাঁকে ছাটাই করে দেন।
মহমেডানে সমস্যা শুরু হওয়ার পর থেকেই ডেম্পোর অস্ট্রেলীয় কোচ আর্থার পাপাসের সঙ্গে যোগাযোগ রাখছিলেন টোলগে। তবে পাপাস মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে গিয়েছিলেন বলে টোলগের বিষয়টি ধামাচাপা পড়েছিল। অস্ট্রেলিয়া থেকে ফেরার পরই টোলগে রাজি করিয়ে ফেলেন ডেম্পো কোচকে।
টোলগে ডেম্পোয় সই করায় ইউনাইটেড কর্তারা খুশি। কোচ এলকো সাতোরিকে ধরে কলকাতায় থাকতে চেয়েছিলেন টোলগে। কর্তারা কোচের কথা ফেলতে পারছিলেন না। গোয়ায় ফোন করে জানা গেল, ডেম্পোতে অনেক কম টাকায় সই করেছেন টোলগে। এ দিকে বুধবারের কলকাতা লিগের আর্মি একাদশ ম্যাচ ওয়াকওভার দিয়ে ফেড কাপের প্রস্তুতি শুরু করে দিল ইউনাইটেড। মহমেডানেরও পাখির চোখ এখন ফেড কাপ।
মোহনবাগান এ দিন সন্তোষ ট্রফির জন্য নির্বাচিত বাংলা দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলল। ক্রিস্টোফারের গোলে জিতেছে করিম বেঞ্চারিফার দল। ম্যাচের পর বাংলার কোচ শিশির ঘোষ বললেন, “ফেড কাপে আমি কিন্তু মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলকেই এগিয়ে রাখব। ওরা অনেক বেশি সংগঠিত।” |