মাঠে জল, নক আউটের ম্যাচে বিভ্রাট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি নক আউট টুর্নামেন্টে কুমোরটুলি বনাম পশ্চিমবঙ্গ পুলিশের ম্যাচে বিভ্রাট বাঁধল মঙ্গলবার। মাঠে জল ঢুকে যাওয়ার জন্য। এ দিন সকালে মাঠে উপস্থিত হয়ে দু’টো টিম দেখে, মাঠ জলে থইথই করছে। জানা গেল, শহিদ মিনারের কাছে একটি অনুষ্ঠান চলছিল। সেখান থেকে জল ঢুকে আসে মাঠে। দু’টো টিম থেকে কারও কারও অভিযোগ, সিএবি-কে তখনই জানানো হয়। কিন্তু তার পরেও ঘণ্টাদেড়েক লেগে যায় সিএবি কর্তাদের ঘটনাস্থলে পৌঁছতে। আরও বলা হচ্ছে, মাঠে জল সোমবার বিকেল থেকেই ঢুকছিল। সিএবি কর্তাদের সেটা ফোন করে বলাও হয়। কিন্তু তাঁরা নাকি তখন তেমন পাত্তা দেননি। মাঠের জল শুকিয়ে এ দিন কুমোরটুলি-পশ্চিমবঙ্গ পুলিশ ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পর। পঁয়তাল্লিশ ওভারের ম্যাচ নেমে আসে একত্রিশ ওভারে। প্রথমে ব্যাট করে পশ্চিমবঙ্গ পুলিশ তোলে ২০৪-৯। জবাবে তিন উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় কুমোরটুলি। কুমোরটুলির সৌম্যদীপ মণ্ডল ৫ উইকেট পান। নক আউটের অন্য ম্যাচে, পুলিশ অ্যাথলেটিকের (৩৭০-৭) কাছে ৫১ রানের হারল কাস্টমস ক্লাব (৩১৯-৮)। তপন মেমোরিয়াল (৪১২-৮) ১৫৬ রানে হারাল রাজস্থান ক্লাবকে (২৫৬-৭)। তপন মেমোরিয়ালের অরিন্দম হাজরা ১২২। টাউন (২৭৯-৬) ৮৫ রানে হারাল ইউনাইটেড ক্লাবকে (১৯৪)। টাউনের অতনু ঘোষ করেন ১১০।
|
পৌলমীরা শেষ ষোলোয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পটনায় জাতীয় টেবল টেনিসের প্রি-কোর্য়াটার ফাইনালে উঠল বাংলা। পৌলমী ঘটক-মৌমা দাসরা গ্রুপ লিগে উড়িয়ে দিলেন অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিকে। দু’টোতেই মেয়েদের দল জেতে ৩-০ ম্যাচে। শেষ ষোলোয় তাদের প্রতিদ্বন্দ্বী আজ বুধবার হরিয়ানা। পুরুষ বিভাগে সৌম্যদীপ রায়রা জেতে পঞ্জাব এবং পুদুচেরির বিরুদ্ধে একই ব্যবধানে। ৩-০। পটনা থেকে ফোনে বাংলার কোচ তপন চন্দ বললেন, “মনে হচ্ছে দু’টো বিভাগেই বাংলা এ বার ফাইনাল খেলবে।”
পুরনো খবর: পৌলমী-মৌমারা আজ নামছেন বাংলার হয়ে
|
শুমাখারকে দেখতে হাসপাতালে ঢুকছেন তাঁর স্ত্রী করিনা। |
হাসপাতালে শুয়ে লড়াই করছেন ফমুর্লা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। তাঁর শরীরের অবস্থার প্রতি মুহূর্তের খবর জানতে উদগ্রীব সাংবাদিককুল। তাই শুমাখারের স্ত্রী করিনার বিনীত অনুরোধ, “আমাদের লড়াইয়ে পাশে থাকুন। কিন্তু হাসপাতালে ভিড় জমিয়ে ডাক্তারদের বিরক্ত করবেন না। ওঁদের কাজটা নির্বিঘ্নে করতে দিন।” একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, ডাক্তাররা যতটুকু জানাচ্ছেন, তাতেই ভরসা রাখুন। হাসপাতাল ফাঁকা করুন। আর আমাদের শান্তিতে থাকতে দিন।
পুরনো খবর: দুর্ঘটনার আরও ফুটেজ
|
জুটিতে প্রত্যাবর্তনের পর প্রথম জয় পেলেন রোহন বোপান্না ও আইসাম কুরেশি জুটি। ইন্দো-পাক এক্সপ্রেস এটিপি আপিয়া ওপেনে প্রথম রাউন্ডে ৭-৬ (৫), ৬-৭ (২), ১০-৩ হারান জঁ জুলিয়েন রজার আর হোরিয়া টেকাউ জুটিকে। তৃতীয় বাছাই বোপান্নাদের ডাচ-রোমানিয়ান জুটিকে হারাতে সময় লাগে এক ঘণ্টা ৪১ মিনিট। দ্বিতীয় রাউন্ডে তাঁদের সামনে হুয়েই-ইঙ্গলটের ফিলিপাইন-ব্রিটিশ জুটি। গত সপ্তাহে চেন্নাই ওপেনে প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন বোপান্নারা।
|
ওপেন যুগে মেয়েদের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ভেঙে দিতে পারেন সেরেনা উইলিয়ামস। কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা সে রকমই মনে করেন। স্টেফি গ্রাফের (২২) পর গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় দু’নম্বরে ক্রিস এভার্ট আর নাভ্রাতিলোভা (দু’জনেরই ১৮)। সেরেনার ঝুলিতে ইতিমধ্যেই ১৭টি গ্র্যান্ড স্ল্যাম আছে। চলতি মাসে অস্ট্রেলিয়ান ওপেনে জিতলে ৩২ বছর বয়সি মার্কিন তারকা ছুঁয়ে ফেলবেন দুই কিংবদন্তিকে। মার্টিনা বলেন, “এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে ফিট থাকলে সেরেনা সব রেকর্ড ভেঙে দিতে পারে।”
|
ভারতীয় অলিম্পিক সংস্থা নির্বাচনের দিন স্থির করল ৯ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার নির্দেশ না মানায় নির্বাসিত আইওএ গত মাসেই বিশেষ বৈঠকে নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো আইওএ-র তরফে এই নোটিশ জারি করা হল বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে আইওএ-কে ৭ ফেব্রুয়ারির আগে নির্বাচনের দিন স্থির করার পরামর্শ দেওয়া হয়েছিল। যাতে ওই দিনই রাশিয়ায় শুরু হতে চলা শীতকালীন অলিম্পিকে চার ভারতীয় অ্যাথলিট দেশের পতাকা নিয়েই অংশ নিতে পারেন। কিন্তু তা না হওয়ায় এখন এই অ্যাথলিটদের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ব্যানারে স্বাধীন ভাবে অংশ নিতে হবে।
|
ফুটবলে তাঁর অবদানের জন্য স্যালিগাও চার্চে মঙ্গলবার গোয়া সরকার সংবর্ধনা দিল অ্যালভিটো ডি’কুনহাকে। ইস্টবেঙ্গলের অ্যাম্বাস্যাডর অ্যালভিটো ফুটবল কেরিয়ার শুরু করেন ১৬ বছর বয়সে সালসেটের ফুটবল ক্লাবে। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে তিনি সেসা গোয়া আর সালগাওকরেও খেলেছেন। জাতীয় দলের জার্সি গায়ে ১৯৯৮-২০০৮ এই দশ বছরে ১২টি গোল করেন তিনি।
|
সোমবার উত্তর ২৪ পরগনা জেলা সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন হল সোদপুর ক্লাব। ১৮ দলের এই লিগের ফাইনালে বরাহনগর স্পোর্টিংকে ৪-১ গোলে হারাল সোদপুর। ম্যাচে সোদপুরের হয়ে জোড়া গোল করে নায়ক মিঠুন ওঁরাও। |