টুইটারে এক ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকের পোস্ট, “ঈশ্বর! কবে যে মোয়েসকে সরাবে ক্লাব।” আর এক সমর্থকের ক্ষোভ, “যদি মোয়েস ম্যান ইউতেই থাকে, তা হলে আমি ক্লাব সমর্থন করা ছেড়ে দেব।” দিনের পর দিন আরও ধোঁয়াশা তৈরি হচ্ছে ম্যান ইউ কোচ ডেভিড মোয়েসের ভবিষ্যৎ নিয়ে।
আপাতত যদিও জল্পনা উড়িয়ে মোয়েসকে আরও একটা লাইফলাইন দিতে চলেছেন ক্লাব কর্তারা। শুধু তাই নয়, দলকে আরও শক্তিশালী করতে মোয়েসের হাতে ক্লাব তুলে দেবে ২০০ মিলিয়ন পাউন্ড। দলবদলের বাজার থেকে বিশ্বমানের প্রতিভা তুলে আনতে মোয়েস সব রকমের আর্থিক সাহায্যও পাবেন। এফএ কাপে সোয়ানসি সিটির সঙ্গে অপ্রত্যাশিত হারের পরে মোয়েস সাফ বলেন, “আমি আগেই ক্লাব কর্তাদের বলেছি যে, জানুয়ারিতে নতুন ফুটবলার সই করাতে হবে। কিন্তু জানি না কী হবে।” |
ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, ক্লাব কর্তাদের মোয়েস জানিয়েছেন যে দলের অনেক ফুটবলার নিয়ে তিনি খুশি নন। এমনকী মোয়েস দাবি করেন যে জানুয়ারিতে নতুন ফুটবলার সই না করালে কোনও ট্রফি জিততে পারবে না ম্যাঞ্চেস্টার। অবশেষে মোয়েসের সেই ইচ্ছাটাই পূরণ করতে চলেছে ক্লাব। ক্লাব সূত্রের খবর, ম্যান ইউ সিইও এড উডওয়ার্ডের সঙ্গে বৈঠক করেন মোয়েস। যেখানে ম্যান ইউর স্কটিশ কোচকে উডওয়ার্ড আশ্বস্ত করেন যে, তারকা ফুটবলার সই করাতে ক্লাব সব রকম সাহায্য করবে মোয়েসকে।
শোনা যাচ্ছে মোয়েসের নজরে রয়েছে একজন লেফট ব্যাক, একজন সেন্টার ব্যাক, দু’জন মিডফিল্ডার ও একজন বিশ্বমানের সেন্টার ফরোয়ার্ড। লেফট ব্যাকের মধ্যে মোয়েসের পছন্দ তাঁর প্রাক্তন ক্লাব এভার্টনের লেটন বেইন্স। স্ট্রাইকারদের মধ্যে মোয়েসের তালিকায় প্রথম নাম বরুসিয়া ডর্টমুন্ডের তরুণ তারকা মার্কো রয়েস। যাঁর দাম উঠবে ৩০ মিলিয়ন পাউন্ড। |