দিনভর স্কুলের ছেলেদের খেলা দেখে অনূর্ধ্ব ১৫ ম্যাঞ্চেস্টার প্রিমিয়ার টুর্নামেন্টের জন্য সিকিম ইউনাইটেডের ফুটবলার বাছলেন ভাইচুং ভুটিয়া। মঙ্গলবার ডুয়ার্সের মালবাজারে সিজার স্কুলের ছাত্রদের খেলা দেখলেন তিনি। ইতিমধ্যেই সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ২৩ জনকে বাছাই করা হয়। তারাও এসেছিল মালবাজারে। তাদের মধ্যে থেকে ফের ২০ জনকে বেছে নিতে এ দিন তাদের সঙ্গে সিজার স্কুলের ফুটবলারদের খেলান। আগামী ১৪ জানুয়ারি থেকে দিল্লিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৫ ম্যাঞ্চেস্টার প্রিমিয়ার টুর্নামেন্ট। অনূর্ধ্ব ১৫ বিভাগে দেশের এটিই সেরা ফুটবল টুর্নামেন্ট। দেশের প্রথম সারির ফুটবল দলগুলির সঙ্গে সিকিম ইউনাইটেডও খেলতে নামবে। ওই দলের ২০ জন ফুটবলার বাছতেই এ দিন ব্যস্ত থাকতে দেখা গিয়েছে ভাইচুং ভুটিয়াকে। আগামী ৯ জানুয়ারি ফুটবলাররা দিল্লির উদ্দেশে রওনা দেবে। |
মালবাজারে প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।
|
ভাইচুং বলেন, “ডুয়ার্স এবং পাহাড়ে প্রচুর ফুটবল প্রতিভা রয়েছে। তাদের খুঁজতে সিকিম ইউনাইটেড চেষ্টা করছে। ২০১৭ সালে ভারতে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজিত হবে। তাতে ভারতীয় দলে এই এলাকা থেকে ফুটবলাররা যাতে সুযোগ পায় তার প্রস্তুতিও শুরু করে দিয়েছি।” সিকিম ইউনাইটেড-এর পক্ষে সিনিয়র ম্যানেজার অর্জুন রাই জানান, পাহাড় এবং ডুয়ার্সের ফুটবলার দিয়ে সিকিম ইউনাইটেড দল গড়া হচ্ছে। টুর্নামেন্টে তারা ভাল ফল করবেন বলে তিনি আশাবাদী। বাছাই পর্বের ম্যাচে সিকিম ইউনাইটডের কাছে ১-০ গোলে এ দিন সিজার স্কুল হারলেও ফুটবলাররা নজর কেড়েছে। ভাইচুং বলেন, “এখানে ফুটবলে নিয়মিত অনুশীলন হয়। ভবিষ্যতে এখান থেকে আরও ফুটবলার নিয়ে দল তৈরির ভাবনা চিন্তা রয়েছে।” সিজার স্কুলের অধ্যক্ষ দিলীপকুমার দাস, স্কুলের ক্রীড়া শিক্ষক সমীরণ দত্ত এবং বয়েস টাউনের কর্মকর্তা দারা সিংহ সকলেই ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের এই উদ্যোগে খুশি। স্কুলের ফুটবলার অক্ষয় রস্তোগী, সৌরভ গোয়ালারাও উচ্ছ্বসিত। তাঁরা বলেন, “প্রাক্তন অধিনায়ককে আমাদের খেলা দেখাতে পেরে আমরা খুশি। ভাল খেলে দলে সুযোগ পেতে চাই।” |