নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ২০ জানুয়ারি শিলিগুড়ির উপকন্ঠে কামরাঙাগুড়ি এলাকায় রাজ্য সরকারের শাখা সচিবালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ‘উত্তরকন্যা’ নামে ওই সচিবালয় তৈরির কাজ পরিদর্শন করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উদ্বোধন অনুষ্ঠানের আগে নির্মাণ কাজ শেষ করতে তত্পরতা এখন তুঙ্গে। দিনরাত এক করে কাজ চলছে। উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের অন্তত ২০ জন মন্ত্রী উপস্থিত থাকার কথা। উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের সচিবরাও। আমন্ত্রণ জানানো হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ-সহ সমস্ত জনপ্রতিনিধিদের।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “এই শাখা সচিবালয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় বিকেন্দ্রীকরণ এবং প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে দিতে তিনি সচেষ্ট। এখান থেকে উত্তরবঙ্গের উন্নয়ন পরিচালিত হবে।” কলকাতা থেকে দূরত্বের জন্য উত্তরবঙ্গের উন্নয়ন অবহেলিত হয়ে রয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিনের। গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের উন্নয়নে শাখা সচিবালয় তৈরির আশ্বাস দিয়েছিল তৃণমূল। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রাখলেন বলে তারা জানান। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, অন্তত ৬৫ কোটি টাকা খরচ করে ৪ টি পর্যায়ে ওই প্রকল্প তৈরি করা হচ্ছে। তার মধ্যে সচিবালয়ের মূল ভবনের কাজ শেষ করে তা উদ্বোধন করা হবে। সেখানে মুখ্যমন্ত্রীর সচিবালয় ছাড়া, স্বরাষ্ট্র দফতর, পাহাড়, পরিবহণ, সংখ্যালঘু দফতর, নারী ও শিশু কল্যাণ, স্কুল-শিক্ষা, বন-সহ বিভিন্ন দফতরের অফিস থাকবে। তিন তলা এই ভবনটিতে সব মিলিয়ে প্রায় ৮০ হাজার বর্গফুট জায়গা রয়েছে। ৮০ জন সদস্যকে নিয়ে বৈঠকের মতো হল ঘর করা হয়েছে এই ভবনেই। থাকছে প্রেস কর্নার। অগ্নি নির্বাপনের জন্য থাকছে সয়ংক্রিয় ব্যবস্থা। ব্যবহৃত জল পরিশ্রুত করে ফেলার ব্যবস্থা থাকছে।
১০ একর জায়গায় এই ভবনটি ছাড়াও গড়ে তোলা হচ্ছে সভাকক্ষ। যেখানে অন্তত ৪০০ জনের বসার ব্যবস্থা থাকবে। মূল ভবন লাগোয়া দ্বিতল ওই কনফারেন্স হল তৈরির কাজ চলছে। কয়েকটি পর্যায়ে পুরো কাজটি সম্পূর্ণ করা হবে। এর পর চার তলা একটি ভবন থাকবে। সেখানে থাকবে বিভিন্ন দফতরের অফিস। এর গায়েই তৈরি হবে অতিথি নিবাস। শাখা সচিবালয়ের সামনের বাগান সাজিয়ে তোলা হচ্ছে। সেখানে থাকছে ছোট পুকুর। বছরভর লিলি ফুটে থাকবে সেখানে। সচিবালয়ের সামনের খোলা জায়গা ঘিরে এবং রাস্তা বরাবর লাগানো হয়েছে পাম গাছের সারি। সচিবালয়ের গা ঘেঁষেই থাকবে মরসুমি ফুলের বাগান। পরবর্তীতে হেলিকপ্টার নামার ব্যবস্থাও থাকবে সচিবালয়ের জায়গায়। পরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উত্সব সূচনা করবেন মমতা। |