উত্‌সবের মঞ্চ থেকে উদ্বোধন
উত্তরকন্যার, জানালেন গৌতম
গামী ২০ জানুয়ারি শিলিগুড়ি থেকে একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় ও উত্তরবঙ্গ উত্‌সবের উদ্বোধন করা হবে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার শিলিগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে এই খবর জানান তিনি। সচিবালয় উদ্বোধন উপলক্ষে একসঙ্গে ২৫ জন বিভিন্ন দফতরের মন্ত্রীরও হাজির থাকার কথা শিলিগুড়িতে। সেই সঙ্গে অভিনেতা প্রসেনজিত্‌ এবং গায়ক নচিকেতাকে দিয়ে এ বারের উত্তরবঙ্গ উত্‌সবকে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এবারে মোট ৬ জনকে বঙ্গরত্ন দেওয়া হবে। এ বারের উত্‌সবের থিম মালদহ ও উত্তর দিনাজপুর।
গৌতমবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয়ের নাম মুখ্যমন্ত্রীর ইচ্ছানুযায়ী রাখা হয়েছে ‘উত্তরকন্যা’। উত্‌সবের মঞ্চ থেকেই তার সূচনা করা স্থির হয়েছে।” এটি চালু হলে এখান থেকেই মহাকরণের সমস্ত কাজ হয়ে সম্পন্ন হয়ে যাবে। যার জন্য আগে কলকাতা ছুটতে হত। এবারের উত্‌সবের থিম জেলা ‘মালদহ ও উত্তর দিনাজপুর’। উদ্বোধনের দিনই শহরে এসে পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে উত্‌সবের উদ্বোধন করবেন তিনি। ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে উত্‌সব। এবারে মালদহ ও উত্তর দিনাজপুরের দুই জেলার সংস্কৃতি ও শিল্পকে তুলে ধরার পরিকল্পনা এ বারের উত্তরবঙ্গ উত্‌সবে।
উত্‌সব উপলক্ষে একটি তথ্যচিত্রও তৈরি করা হয়েছে। যা উত্‌সবের মধ্যে প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রীর স্বপ্নে উত্তরবঙ্গ থিমে ‘ড্রিম’ নাম দিয়ে এই তথ্যচিত্রের পরিকল্পনা করা হয়েছে। গতবারের মত এবারেও উদ্বোধনী অনুষ্ঠানে এক হাজারের বেশি কচিকাঁচাদের দিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গান গাওয়ানো হবে। যা একটি বিশ্ব রেকর্ড বলে মন্ত্রী মনে করছেন। গিনেস বুকে নাম ওঠানোর জন্য প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও জলসা ছাড়াও বিভিন্ন খেলা থাকছে উত্‌সব সূচিতে। ক্রিকেট, ফুটবল, ভলিবল ও ম্যারাথন দৌড়কে তালিকায় রাখা হয়েছে। শিলিগুড়িতে ক্রিকেট, জলপাইগুড়ির ওদলাবাড়ি ও দার্জিলিঙের হাতিঘিষায় ফুটবলের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়িতে হবে ম্যারাথনও। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হাজারের উপরে ছেলেমেয়েদের অঙ্কণ প্রতিযোগিতাও হবে গতবারের মতই। উত্তরবঙ্গের একশো জন মেধাবী ছাত্রকে ১০ হাজার টাকা করে এবং মালদহের ১৫ জন ছাত্রকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ৬ টি জেলার একশোটি ক্লাবকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রথম বছর উত্তরবঙ্গ উত্‌সবের থিম জেলা ছিল দার্জিলিং ও জলপাইগুড়ি, দ্বিতীয় বছরে দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার। এবছরে নতুন দুটি জেলাকে থিম করা হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.