|
|
|
|
ডোপিং নিয়ে ক্লাস দু’দলের |
বাংলাকে জেতাতে আসরে প্রাক্তন অধিনায়করাও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লক্ষ্মীরতন শুক্ল ও তাঁর দল ইডেনে রঞ্জি ট্রফির শেষ আটের লড়াইয়ে নেমে পড়ার আগে আসরে নামছেন বাংলার প্রাক্তন রঞ্জি অধিনায়করা। বুধবার থেকে বাংলা-রেলওয়েজ কোয়ার্টার ফাইনাল। সোমবার, তার দু’দিন আগে অতীতের ক্যাপ্টেনরা ক্রিকেটপ্রেমীদের কাছে ইডেনে এসে লক্ষ্মীদের জন্য গলা ফাটানোর অনুরোধ করবেন। ভোকাল টনিক দেবেন বাংলা দলের ক্রিকেটারদেরও। এমন অভিনব উদ্যোগের নাম রাখা হয়েছে ‘দিল দিয়ে ব্যাট, জোশ দিয়ে বল, চল দেখবি চল’।
সিএবি-রই উদ্যোগ। প্রবীন শ্যামসুন্দর মিত্র থেকে শুরু করে উৎপল চট্টোপাধ্যায়, দেবাঙ্গ গাঁধীদের যেমন সামিল করা হচ্ছে এর মধ্যে, তেমন ১৯৮৯-৯০-এর রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও থাকবেন এই মঞ্চে। থাকবেন গোপাল বসু, চূনী গোস্বামী, রাজু মুখোপাধ্যায়, প্রণব রায়, পলাশ নন্দী, প্রণব নন্দী, উদয়ভানু বন্দ্যোপাধ্যায় ও গৌতম সোম (জুনিয়র)। বাংলার ক্রিকেটারদের ‘পেপ টক’-ও দেওয়ার কথা তাঁদের। এমন অভিনব পরিকল্পনার কথা শুনে খুশি সম্বরণ বললেন, “ভাল উদ্যোগ। বাংলার ক্রিকেটারদের কিছু বলার আছে আমার। বিশেষ করে লক্ষ্মীকে। সেগুলো নিশ্চয়ই বলব। ওর সঙ্গে আলাদা কথাও বলতে চাই।” রাজু মুখোপাধ্যায় এই উদ্যোগের কথা শুনে বললেন, “রঞ্জি ট্রফির ম্যাচে মানুষকে মাঠে ডেকে আনার বিশেষ ব্যবস্থা হচ্ছে জানলে বোর্ডেরও খুশি হওয়া উচিত।” চুনী গোস্বামীও বললেন, “এমন উদ্যোগে সাড়া না দিয়ে পারা যায়? কাল বিকেলে ইডেনে যাচ্ছি।” শুধু ক্রিকেটপ্রেমীদের কাছে আবেদন রেখেই ক্ষান্ত নয়, নিখরচায় খেলা দেখারও উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন অ্যাকাডেমি ও ক্যাম্পের শিক্ষানবিশ ক্রিকেটারদের গ্যালারিতে আনার ব্যবস্থাও হবে বলে জানা গেল সিএবি সূত্রে।
সোমবার সকালে মুরলী কার্তিকরা শহরে ঢুকে পড়ছেন। প্র্যাকটিসও করার কথা তাঁদের। দুপুরে দু’দলের ক্রিকেটারদের নিয়ে ডোপিং নিরোধক বিষয়ে ক্লাস করবেন বোর্ডের অ্যান্টি ডোপিং সেলের প্রধান ডা. ভেস পেজ। বোর্ডের দুর্নীতি দমন বিভাগের প্রতিনিধিরও এসে পড়ার কথা মঙ্গলবার। এই ব্যাপারে অবশ্য গোপনীয়তা বজায় রাখার চেষ্টা হচ্ছে। |
পুরনো খবর: আমলা-শিকার পাঁচ বার, তবু তৃপ্ত নন শামি |
|
|
|
|
|