এলাকায় একের পর এক মন্দিরে চুরি হলেও পুলিশ কিনারা করতে পারছে না এই অভিযোগে কেতুগ্রামের দক্ষিণডিহির অট্টহাস আশ্রমের সামনে হল প্রতিবাদ সভা। রবিবার এই সভায় কেতু্গ্রামের বিভিন্ন এলাকা ছাড়াও কাটোয়া, কালনা, বর্ধমান, রায়না, জামালপুর থেকেও মানুষ এসেছিলেন। উপস্থিত বাসিন্দারা অভিযোগ করেন, পুলিশ ইচ্ছে করেই তদন্তে গাফিলতি করছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, এর পর কোনও মন্দিরে চুরি হলে স্থানীয় থানায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি নেওয়া হবে। পুলিশের কাছে টহল বাড়ানোর জন্যও অনুরোধ জানানো হয় সভা থেকে। সম্প্রতি জেলা জুড়ে বিভিন্ন মন্দিরে চুরির ঘটনা ঘটছে। অট্টহাস আশ্রমেই পর পর দু’বার চুরির ঘটনা ঘটে। প্রথমে আশ্রমের গর্ভগৃহ থেকে দুষ্কৃতীরা অষ্টধাতুর দুর্গামূর্তি নিয়ে পালায়। দ্বিতীয় বার আশ্রমের সন্ন্যাসী ও দু’জন ভক্তকে মারধর করে পুজোর সামগ্রী লুঠ করে দুষ্কৃতীরা। পরে অবশ্য পুলিশ লুঠ হওয়া পুজোর সামগ্রী-সহ দু’জনকে গ্রেফতার করে। অট্টহাস গ্রাম থেকে ২ কিলোমিটার দূরে নিরোল গ্রামের গুপ্তবাড়ির কামাখ্যা মন্দির থেকে প্রাচীন অষ্টধাতুর মূর্তি চুরি যায়। এই মূর্তি উদ্ধারে কেতুগ্রাম থানার পুলিশকে সাহায্য করছে সিআইডি। কিন্তু তার পরেও এখনও কেউ ধরা পড়েনি। বর্ধমান জেলা পুলিশের এক কর্তা বলেন, “প্রাথমিক ভাবে কয়েক জনকে ধরার পর মনে হয়েছিল বহিরাগত দুষ্কৃতীরা এই কাজ করছে। কিন্তু তদন্ত কিছুটা এগোবার পরে মনে হচ্ছে মূর্তি চুরির ঘটনায় বহিরাগতদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদেরও যোগ রয়েছে।”
পুরনো খবর: মন্দিরে চুরির তদন্তে সূত্রই পাচ্ছে না পুলিশ
|
সেচ পাম্পের বিদ্যুত্ সংযোগের জন্য খুঁটি বসানো নিয়ে গণ্ডগোল বাধল দুই পরিবারে। রবিবার কাটোয়ার মেরা গ্রামের ঘটনা। ওই ঘটনায় একই পরিবারের তিন জন জখম হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, আহতদের নাম সইফুদ্দিন মোল্লা, হালিমা বিবি ও আমির হামিজা মল্লিক।
পুলিশ ও বিদ্যুত্ দফতর সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে আমির হামিজা মল্লিককে সেচ পাম্পে বিদ্যুত্ সংযোগ নেওয়ার অনুমতি দেয় রাজ্য বিদ্যুত্ বণ্টন নিগমের কাটোয়া শাখা। এই বিদ্যুত্ সংযোগের জন্য কয়েকটি জায়গায় বিদ্যুতের খুঁটি বসানোর প্রয়োজন ছিল। কিন্তু হারুন উল রসিদ নামে এক ব্যক্তি তাঁর জমিতে বিদ্যুতের খুঁটি বসানোয় আপত্তি জানান। রবিবার বিদ্যুত্ দফতরের ঠিকাদার পুলিশকে সঙ্গে নিয়ে ওই জমিতে গেলে হারুন উল রসিদ পুনরায় তাঁর আপত্তির কথা জানান। এরপর ঠিকেদারের কর্মী ও পুলিশ চলে যাওয়ার পরেই হামিজা মল্লিক ও হারুন উল রসিদের পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে বচসা বাধে। তারপর শুরু হয় মারামারি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
দু’দিন ব্যাপী জেলা ছাত্র-যুব উত্সব ২০১৩-১৪ শুরু হল কালনা ২ ব্লকের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে। রবিবার সকালে সিঙ্গেরকোণ এলাকা থেকে বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় মশাল দৌড় হয়। ১১টা নাগাদ বিবেক চেতনা উত্সবের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটীর শিল্প ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এ বার নাটক, লোকনৃত্য, লোকসঙ্গীত, আবৃত্তি-সহ নানা বিভাগে জেলার সাড়ে সাত হাজার প্রতিযোগী যোগ দিয়েছেন। অনুষ্ঠান উপলক্ষ্যে উত্সব প্রাঙ্গণে নানা স্টলও খোলা হয়েছে। তবে প্রধান্য দেওয়া হয়েছে স্বয়ম্ভর গোষ্ঠীর পণ্যকে। অনুষ্ঠানে হাজির জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানান, কালনা ২ নম্বর ব্লকে এমন উত্সব এই প্রথম।
|
শহরের আদর্শপল্লি উচ্চবিদ্যালয়ের মাঠে পিঠেপুলি ও পৌষ পার্বণ মেলায় রবিবার দুপুর থেকে শুরু হল বাউল প্রতিযোগিতা। বীরভূম, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর থেকে প্রায় ৪৫ জন বাউল শিল্পী এ দিনের প্রতিযোগিতায় যোগ দেন। দুপুর থেকে বাছাই পর্ব শুরু হয়। সন্ধ্যার দিকে ১০ জন বাউল শিল্পীকে নিয়ে শুরু হয় চুড়ান্ত প্রতিযোগিতা। মেলার অন্যতম আয়োজক প্রতাপ ঘোষ বলেন, বাপি দেবনাথরা বলেন, “কাটোয়া শহরে এই প্রথম বাউল প্রতিযোগিতার আয়োজন করা হল। এই প্রতিযোগিতার জন্যই এ বছরের পিঠেপুলি উত্সব জমে গেল।” |