|
|
|
|
কোমাতেই জন্মদিন কাটালেন শুমাখার
সংবাদ সংস্থা • গ্রেনোবেল (ফ্রান্স)
৩ জানুয়ারি |
সকাল সাড়ে দশটা। একে একে গ্রেনোবেল হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন ভক্তেরা। আজ যে তাঁদের প্রিয় খেলোয়াড়, সাত বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের জন্মদিন। ছেচল্লিশে পা দিলেন তিনি।
কিন্তু অন্য বছরের থেকে এ বারটা বেশ আলাদা। কেক কাটা, হাসি-ঠাট্টা, উপহার— কিছুই নেই। তার বদলে সারা শরীরে অজস্র নল গুঁজে শুমি লড়ে চলেছেন মৃত্যুর সঙ্গে। গত রবিবার থেকেই। আল্পসে রবিবার স্কি করার সময় পড়ে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান শুমাখার। দু’বার অস্ত্রোপচার হয়েছে তাঁর। এর পর পাঁচ দিন কেটে গিয়েছে। এখন পর্যন্ত আশার আলো দেখাতে পাচ্ছেন না চিকিত্সকেরা। কৃত্রিম কোমা থেকেও বার করা হয়নি তাঁকে।
শুক্রবার যাঁরা গ্রেনোবেলের সামনে জড়ো হয়েছিলেন তাঁদের বেশির ভাগেরই পরনে ছিল লাল-সাদা জামা। যে ফেরারি টিমের হয়ে মাইকেল ৭২টা ফর্মুলা ওয়ান রেস জিতেছিলেন, এটা তার রং। গত কালই ফেরারির তরফে ভক্তদের অনুরোধ করা হয়েছিল, শুমাখারের জন্মদিনে তাঁরা যেন হাজির থাকে হাসপাতালের সামনে। সেই মতো সকাল সাড়ে দশটার সময়ে ১০০ জন ফেরারি ভক্তকে নিয়ে প্রথম বাস হাজির হল। এর পর একে একে হাজির হলেন আরও অনেকে। শুমাখারের আরোগ্য কামনায় দুপুর দু’টো নাগাদ এক মিনিটের নীরবতাও পালন করা হয়। |
জন্মদিনের শুভেচ্ছা। হাসপাতালের সামনে খুদে ভক্তরা। ছবি: এএফপি। |
ভক্তদের অনেকের হাতে ছিল ফেরারির পতাকা, প্ল্যাকার্ড, শুমাখারের ছবি দেওয়া ব্যানার। সঙ্গে লেখা ‘তাড়াতাড়ি সেরে ওঠো।’ শুমির আরোগ্য কামনায় নীরব মিছিলও বার হয় গ্রেনোবেলের সামনে থেকে। হাসপাতালের সামনের ফাঁকা জায়গাটা আর চেনার উপায় নেই। সেটা এখন পরিণত হয়েছে দেশ-বিদেশের হাজার হাজার সাংবাদিকের গাড়ি রাখার জায়গায়।
আজ ইউরোপ থেকে আমেরিকা, চিন থেকে ভারত— শুমাখারের জন্মদিনে তাঁর আরোগ্য কামনা করে লক্ষ লক্ষ ভক্ত পোস্ট করেন ফেসবুক আর টুইটারে। আর্সেনাল ফুটবল ক্লাবের ড্রেসিংরুমের সামনে বড় ব্যানারে লেখা ছিল, ‘গেট ওয়েল শুমি।’
রবিবারের ঘটনার পর থেকে গত কালই প্রথম প্রকাশ্যে আসেন শুমাখারের স্ত্রী করিন্না শুমাখার। আজ আর তাঁকে দেখা যায়নি। তবে শুমাখারের ঘনিষ্ঠমহলের খবর, চব্বিশ ঘণ্টাই পরিবারের কেউ না কেউ পালা করে পাশে থাকছেন মাইকেলের। সেই তালিকায় রয়েছেন ১৬ বছরের মেয়ে জিনা-মারি থেকে শুরু করে ১৪ বছরের ছেলে মিকও। এই মিকই দুর্ঘটনার দিন মাইকেলের সঙ্গে স্কি করছিল। |
পুরনো খবর: জন্মদিনে আজ প্রার্থনা, ফিরে এসো শুমাখার
|
|
|
|
|
|