অ্যাসেজ |
অস্ট্রেলিয়াকে ফের বাঁচালেন হাডিন,
ইংল্যান্ডের সামনে কঠিন লড়াই
নিজস্ব প্রতিবেদন
৩ জানুয়ারি |
সিডনিতে অ্যাসেজের শেষ টেস্টের জন্য টিমে কোনও বদল করেননি অস্ট্রেলীয় নির্বাচকেরা। মাইকেল ক্লার্ক ও তাঁর টিমের মনোভাবেও টেস্টের প্রথম দিন কোনও বদল দেখা গেল না। চলতি সিরিজের আগের চারটে টেস্টেই প্রথম ইনিংসে অস্ট্রেলীয় টপ অর্ডার বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি। ব্যাটিংয়ের সব দায়িত্ব নিতে হয়েছে ব্র্যাড হাডিনকে। সিডনিতে শুক্রবারও অস্ট্রেলীয় চিত্রনাট্য একই রকম থাকল।
এ দিন অবশ্য হাডিন (৭৫) পাশে পেলেন আর এক সহযোদ্ধাকে। চলতি সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করা স্টিভ স্মিথ (১১৫)। যিনি এ দিন আরও এক বার প্রমাণ করলেন, তিনি এখন কতটা পরিণত। স্মিথ যদি গত এক বছরে অস্ট্রেলীয় ক্রিকেটের সেরা আবিষ্কার হন, তা হলে এই সিরিজে ইংল্যান্ডের সেরা আবিষ্কার অবশ্যই বেন স্টোকস। পারথ টেস্টে ইংল্যান্ড হারলেও সেখানে দেশের হয়ে এই সিরিজের একমাত্র সেঞ্চুরি করেছিলেন স্টোকস। আর সিডনিতে ছ’উইকেট নিয়ে ইংল্যান্ডের আশা বাঁচিয়ে রাখলেন তিনি (৬-৯৯)। |
স্মিথ। অ্যাসেজে দু’নম্বর সেঞ্চুরি। |
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে ইংল্যান্ড ৮-১। ইংরেজ ইনিংসের শুরুতেই মাইকেল কারবেরিকে ফিরিয়ে দিয়েছেন মিচেল জনসন। জেমস অ্যান্ডারসনের (১) সঙ্গে ক্রিজে আছেন ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুক (৭)। অস্ট্রেলিয়ার লিড এখনও ৩১৮ রানের। অথচ এ দিন শুরুটা অন্য রকম ছিল। মেঘলা পরিবেশে ঘাসে ভরা পিচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান কুক। অ্যান্ডারসন, স্টোকস আর স্টুয়ার্ট ব্রড মিলে লাঞ্চের আগে বিপক্ষকে ৯৪-৪ করে দিয়েছিলেন। দ্বিতীয় সেশনের শুরুতে জর্জ বেইলিও ফিরে যাওয়ায় একটা সময় অস্ট্রেলিয়া ছিল ৯৭-৫।
তার পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাডিন। হাডিন আর স্মিথের রান তোলার গতিতে যেন ছন্নছাড়া হয়ে যায় ইংরেজ বোলারদের যাবতীয় পরিকল্পনা। কুকের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে দু’বার মাঠ ছাড়েন অভিষেক ঘটানো ইংরেজ পেসার বয়েড র্যাঙ্কিন। যাঁর বাড়তি বাউন্সের সামনে কিছুটা সমস্যায় পড়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। নিজের ন’নম্বর ওভারে একটা বল করেই মাঠ ছাড়েন র্যাঙ্কিন। আশ্চর্যজনক ভাবে তাঁকে আবার মাঠে ফেরত পাঠায় ইংরেজ সাপোর্ট স্টাফ। ১৮ ওভার পর একটা বল করে ফের মাঠ ছাড়তে হয় তাঁকে।
ততক্ষণে ষষ্ঠ উইকেটে ১২৮ তুলে ফেলেছে হাডিন-স্মিথ জুটি। পরপর দুটো অ্যাসেজ সিরিজে এই নিয়ে তিন নম্বর সেঞ্চুরি করলেন স্মিথ। তবে হাডিন আউট হয়ে যাওয়ার পর আর কেউ ক্রিজে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তাঁকে। এক ওভারে তিনটে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার উড়িয়ে দেন স্টোকস। যার মধ্যে পরপর দু’বলে দু’উইকেট নেন তিনি। তাঁর শেষ শিকার স্মিথই। |
পুরনো খবর: ‘হোয়াইটওয়াশ’ বাঁচাতে ইংল্যান্ডে তিন নতুন মুখ
|
|