যৌন নিগ্রহে অভিযুক্ত অধরা, তপ্ত সিউড়ি
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
শিশুকে যৌন নিগ্রহে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে তেতে উঠল সিউড়ি। শুক্রবার শিশুটির পাড়ার বাসিন্দারা মিছিল করে, রাস্তা অবরোধ করে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানালেন। সন্ধ্যায় কংগ্রেস কর্মীরা শহরে মোমবাতি মিছিল করলেন। কিন্তু এ দিনও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে।”
সিউড়ির সেহেরাপাড়ার সাড্ডিপাড়ার বাসিন্দা চার বছরের ওই শিশু ২৮ ডিসেম্বর বিকেলে এক পড়শির বাড়িতে খেলতে গিয়েছিল। তার পরিবারের অভিযোগ, সেখানে মতি শেখ নামে স্থানীয় এক যুবক ওই শিশুটিকে যৌন নিগ্রহ করে। ২৯ ডিসেম্বর শিশুটিকে স্নান করানোর সময় তা জানা যায়। পরে সে অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরের দিন শিশুটিকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। |
|
সকালে সিউড়িতে নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের
দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে বাসিন্দাদের রাস্তা অবরোধ। |
সিউড়ি শহরে নারী নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ আগে থেকেই জমছিল। ওই শিশুর উপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসার পরে পথে নামেন বাসিন্দারা। এ দিন সকালে সেহেরাপাড়ার সাড্ডিপাড়ার বাসিন্দারা শহরের পথে মিছিল করে। তাঁদের দেখে শহরের অন্য এলাকার বাসিন্দারাও সেই মিছিলে পা মেলান। জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তা তাঁরা অবরোধ করেন। মিছিল থেকে দাবি করা হয়, অভিযুক্ত যুবককে অবিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে। পরে পুলিশ এসে তাঁদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেয়। এর পর অবরোধ ওঠে। মিছিলে থাকা মানুষজন এর পর জেলাশাসকের দফতরে গিয়ে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দেবীপ্রসাদ কর্ণমের কাছে স্মারকলিপি দেন। তিনি বলেন, “পুরো বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলব।” |
|
সন্ধ্যায় ঘটনার নিন্দায় প্রতিবাদ মিছিল। |
ওই ঘটনাকে কেন্দ্র করে এ দিন পথে নামেন কংগ্রেস কর্মীরাও। সন্ধ্যায় শহর জুড়ে মোমবাতি মিছিল করেন কংগ্রেস কর্মীরা। মিছিল শেষ হয় সিউড়ি জেলা হাসপাতালে। সেখানে কংগ্রেস কর্মীরা শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে সিউড়ি শহর কংগ্রেসের সভাপতি চঞ্চল চট্টোপাধ্যায় অভিযোগ করেন, “একের পর নারী নির্যাতনের ঘটনায় আমরা লজ্জিত। আর এই ঘটনা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে।” শিশুটির চিকিৎসা পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি বলেও তিনি অভিযোগ করেছেন। তবে হাসপাতাল সুপার অসিত বিশ্বাসের দাবি, “ওই শিশুর অভস্থা স্থিতিশীল। তার চিকিৎসা প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকেও মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছে।”
সন্ধ্যাতেই সরোজবাসিনী স্কুল থেকে প্রতিবাদ মিছিল করেন শহরের বিশিষ্টজনেরাও। মিছিলটি সিউড়ি শহর পরিক্রমা করে। ঘটনার নিন্দা করে দোষীদের দ্রুত ধরার দাবি ওঠে। |
ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
পুরনো খবর: মেয়ের সাক্ষ্যে বাবার সাজা |
|