ফাঁকা জমি দখল করে গুমটি তৈরির অভিযোগকে কেন্দ্র করে মারপিট হল তৃণমূলের দু’দল কর্মী-সমর্থকের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে প্রহৃত হল পুলিশও। শুক্রবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা জোনাল সেন্টার এলাকায় পুলিশের বড় বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোনাল সেন্টার এলাকায় একটি বেসরকারি কারখানার পাশে ফাঁকা জমি নিয়ে বিবাদের সূত্রপাত এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ। তৃণমূলের দুর্গাপুর ৩ ব্লক সভাপতি সুনীল চট্টোপাধ্যায় অভিযোগ করেন, এমএএমসি এলাকার তৃণমূল নেতা অতীন্দ্র চট্টোপাধ্যায় ও তাঁর কয়েক জন অনুগামী ওই ফাঁকা জায়গা দখল করে গুমটি তৈরি করতে শুরু করেন। সেই সময়ে সুনীলবাবুর লোকজন বাধা দেন। দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়ে যায়। অতীন্দ্রবাবু নিজে এবং সুনীলবাবুর অনুগামী সমর্থক রাজেন্দ্র সিংহ জখম হন। দু’জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
|
ঘটনাস্থলে পুলিশ। —নিজস্ব চিত্র। |
ঘটনার খবর পেয়ে কোকওভেন থানা থেকে ঘটনাস্থলে পৌঁছন তিন পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা যায়, এএসআই অশ্বিনী মণ্ডল দু’পক্ষকে সরাতে গিয়ে মাঝে পড়ে যান। তাঁর নাকে ঘুষি লেগে রক্ত বেরোতে থাকে। অশ্বিনীবাবুকে উদ্ধার করতে গিয়ে দুই কনস্টেবল রাকেশ চৌবে এবং বিমলকান্ত মণ্ডলও অল্প চোট পান। খবর পেয়ে ঘটনাস্থলে যান এসিপি (পূর্ব) পঙ্কজ দ্বিবেদী এবং সার্কেল ইনস্পেক্টর দীপঙ্কর বক্সী। কোকওভেন থানা থেকে পুলিশের বড় বাহিনী গিয়ে পৌঁছয়। পরিস্থিতি বেগতিক দেখে দু’পক্ষই চম্পট দেয়। জখম তিন পুলিশকর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিত্সার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
তৃণমূল নেতা সুনীলবাবুর দাবি, “জোর করে জমি দখলের প্রতিবাদ করায় আমাদের এলাকার এক যুবককে মারধর করা হয়। তিন পুলিশকর্মীও প্রহৃত হন দুষ্কৃতীদের হাতে। পরে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।” এ দিনের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অতীন্দ্রবাবু। তিনি বলেন, “বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হবে।” তবে তাঁর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী-সমর্থকদের কয়েক জনের দাবি, সুনীলবাবুই ওই জমিতে তাঁর অনুগামীদের গুমটি করে বসানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাঁরা যাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। সেই ক্ষোভে সুনীলবাবুর অনুগামীরা তাঁদের উপরে চড়াও হয়। সুনীলবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “এডিডিএ-র জমিতে জোর করে কেউ বসতে পারে না। বসলেও তুলে দেবে।”
বুধবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে বিধাননগরের ভ্যাম্বে কলোনিতে তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এ দিন ফের সগড়ভাঙার জোনাল সেন্টার এলাকায় কোন্দলে জড়াল দলের দু’টি পক্ষ। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় জানান, কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। পুলিশ ও প্রশাসন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুলিশ জানিয়েছে, রাত পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। |