টুকরো খবর |
দলবাজির অভিযোগে পঞ্চায়েতে বিক্ষোভ |
সরকারি প্রকল্পে দুঃস্থদের নলকূপ ও টিন বিলির কাজে দলবাজির অভিযোগ উঠল সিপিএম পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ওই অভিযোগকে কেন্দ্র করে রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েত দফতরে তৃণমূলের স্থানীয় একদল কর্মী সমর্থক বিক্ষোভ শুরু করেন। তাঁরা পঞ্চায়েত দফতর বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে সিপিএমের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে তাঁদের বচসা, হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। সেইসময়ে আতঙ্কে নলকূপ ও টিন নিতে যাওয়া দুঃস্থদের অনেকেই ছুটোছুটি শুরু করে দেন। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে নলকূপ ও টিন বিলির কাজ শেষ হয়। পঞ্চায়েত সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের ১০ লক্ষ টাকা বরাদ্দে এ দিন শেরপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের পঞ্চায়েত এলাকার ১৩০ টি দুঃস্থ পরিবারকে নলকূপ ও ১৫৪ টি দুঃস্থ পরিবারকে টিন দেওয়ার কথা ছিল। পঞ্চায়েত কর্তৃপক্ষের অভিযোগ, গোলমালের কারণে ২৫টি পরিবার নলকূপ ও টিন নিতে না পেরে ফিরে গিয়েছেন। জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের অভিযোগ, “সিপিএম পরিচালিত পঞ্চায়েত দুঃস্থ পরিবারের নামে সিপিএম কর্মীদের মধ্যে নলকূপ ও টিন বিলি করেছেন। বিপিএল তালিকাভূক্ত শতাধিক পরিবারকে বঞ্চিত হওয়ায় দলের তরফে প্রতিবাদ করা হয়েছে।” শেরপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান তথা সিপিএমের রায়গঞ্জ পূর্ব লোকাল কমিটির নেতা অমরচাঁদ বিশ্বাস বলেন, “পঞ্চায়েতের বৈঠকে বিরোধী সদস্যদের সঙ্গে আলোচনা করার পর সমস্ত সদস্যকে এলাকার সংসদের দুঃস্থ পরিবারের তালিকা তৈরি করে জমা দিতে বলা হয়। সেই তালিকার ভিত্তিতেই বিলি হয়েছে।”
|
পুলিশি জেরার মিলল দুষ্কৃতী চক্রের হদিস |
বালুরঘাটে বেসরকারি একটি আর্থিক সংস্থায় ডাকাতির চেষ্টার ঘটনায় ধৃত এক মহিলা সাব ইন্সপেক্টরের স্বামীকে জেরা করে দুষ্কৃতী চক্রের হদিস পেল পুলিশ। পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর দুর্জয় শীল শহরের বঙ্গি বৈদ্যনাথপাড়া এলাকার বাসিন্দাকে গ্রেফতার করা হয়। ধৃত দুর্জয়কে পুলিশ পরেরদিন আদালত পেশ করে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত হেফাজতে নিয়েছে। বালুরঘাট থানার আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় জানান, গত ২৩ ডিসেম্বর বালুরঘাট শহরের ডানলপ মোড়ে আর্থিক সংস্থায় ডাকাতির সময় আগ্নেয়াস্ত্র ও গুলি সমেত পার্থ বসাক ও নিতাই পাহান নামে দুই দুষ্কৃতী ধরা পড়ে। দুই জনকে হেফাজতে নিয়ে জেরা করে দুর্জয়ের জড়িত থাকার বিষয়টি জানা গিয়েছে। আইসি জানান, ঘটনার দিন ধৃত দুই দুষ্কৃতীকে দুর্জয়ই আগ্নেয়াস্ত্র ও ছোট গাড়ি সরবরাহ করে। ডাকাতির পুরো পরিকল্পনার পিছনে দুর্জয়ের সক্রিয় ভূমিকার প্রমাণ মিলেছে। বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী দেবাশিস মজুমদার বলেন, “দুর্জয়কে জেরা করে ওই ডাকাতি কান্ডে আরও কয়েকজন মাথার হদিশ পুলিশ পেয়েছে।” পুলিশ সূত্রের খবর, ধৃত দুর্জয়ের স্ত্রী বালুরঘাট থানার মহিলা সেলের সাব ইন্সপেক্টর পদে কর্মরত। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “ধৃতদের জেরা করে বাকি সদস্যের ধরার চেষ্টা করা হচ্ছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু ডালখোলায় |
ট্রাকের ধাক্কায় এক বাসিন্দার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ডালখোলায়। বৃহস্পতিবার বিকেলে করণদিঘি থানার ডালখোলার পাতনোর এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত বাসিন্দার নাম বিশ্বনাথ রাম (৩৫)। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, এদিন বিশ্বনাথবাবু পাতনোর বাসস্ট্যান্ড এলাকাতে ট্রেকার থেকে নেমে হেঁটে ৩৪ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সে সময় রায়গঞ্জ অভিমুখী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরে বাসিন্দাদের একাংশ ওই ট্রাকটিকে আটক করে ভাঙচুর চালায়। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। ঘণ্টাখানেক ধরে অবরোধ চলার পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপ অবরোধ ওঠে। ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক।
|
তৃণমূলে যোগ চাঁচলে |
সিপিএম সহ দলের একাধিক শাখা সংগঠন ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মালদহের চাঁচল-২ ব্লকের একাধিক নেতা-নেত্রী। বৃহস্পতিবার বিকালে চাঁচলের জালালপুরে দলের জেলা সভানেত্রী তথা সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের উপস্থিতিতে এক সভায় আনুষ্ঠানিকভাবে তাঁরা তৃণমূলে যোগ দেন। ওই নেতাদের সঙ্গে ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের ১৮ জন গ্রাম পঞ্চায়েত তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। মন্ত্রী সাবিত্রী দেবী বলেন, “এদিন ব্লকের ১০ হাজার সিপিএম কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।” সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ইমদাদুল হক, যুব নেতা মহম্মদ আলি জিন্নারা বলেন, “তৃণমূলের হাত ধরেই উন্নয়ন সম্ভব। তাই উন্নয়নের কথা ভেবেই তৃণমূলে যোগ দিলাম।”
|
অস্বাভাবিক মৃত্যু |
এক ট্রেলার চালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ইটাহার থানার ভেন্ডাবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের চালকের আসন থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নরেশ সিংহ (৫০)। তাঁর বাড়ি বিহারের ছাপড়া এলাকায়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। পাশাপাশি, ট্রেলারে আর কে কে ছিলেন তা পুলিশ জানার চেষ্টা করছে।”
|
জমি বিবাদ |
জমি দখলকে কেন্দ্র করে পড়শি দুই পরিবারের মধ্যে বিবাদে উত্তেজনা ছড়াল ইসলামপুরে। বৃহস্পতিবার সকালে ইসলামপুর থানার রামগঞ্জের কালুগছ এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এদিন এলাকার একটি জমি দখল নিতে গেলে এলাকার দুটি পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি এবং ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। এতে দু’পক্ষের ২ জন সামান্য আহত হয়। এমনকি একে অপরকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে বলে অভিযোগ। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
|
পিকনিকের ঢল |
শীত পড়তেই পিকনিকের ঢল নেমেছে অসম ও ভুটান সীমান্তের কুমারগ্রাম ও শামুকতলার পিকনিক স্পটগুলিতে। জলপাইগুড়ির বোমা বিস্ফোরণের পর পিকনিক স্পটগুলিতেও নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রতিদিন কুমারগ্রামের ফাঁসখোয়া পাহাড়ের কোলে পিকনিক স্পটে কোচবিহার অসম ও ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গড়ে ১০০টি দল পিকনিক করতে আসছে। পুলিশ প্রতিটি গাড়ি ও বাইকে তল্লাসি চালাচ্ছে। শামুকতলা থানার ওসি দীপঙ্কর সাহা জানান, এলাকায় নজরদারির পাশাপাশি পিকনিক স্পটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
|
স্কুলে বিক্ষোভ |
ইসলামপুর হাইস্কুলে কম্পিউটারের দাবি জানিয়ে এবং আবেদন পত্র পূরণের দাবি জানিয়ে স্কুলে বিক্ষোভ দেখাল ছাত্ররা। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর হাইস্কুলে ঘটনাটি ঘটেছে। এদিন স্কুলের ছাত্ররা ভিতর থেকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। যদিও পরে ইসলাপুর পুরসভার চেয়ারম্যান তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি কানাইয়ালাল অগ্রবাল ছাত্রদের বুঝিয়ে বললে ছাত্ররা শান্ত হয়। কানাইয়াবাবু বলেন, “ছাত্রদের সঙ্গে কথা বলেছি। অভিযোগ শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
|
গয়না চুরি |
এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে কয়েক লক্ষাধিক টাকার গয়নার চুরির ঘটনা ঘটেছে ইসলামপুরে। বুধবার রাতে ইসলামপুর থানার অপ্সরামোড় এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও ওই পরিবার সূত্রে খবর, পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক আহমেদ রেজা মঙ্গলবার সপরিবারে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। বুধবার রাতে বাড়ি ফিরে তাঁরা চুরির ঘটনা টের পান বলে পুলিশকে জানিয়েছেন। ওই পরিবারের দাবি, প্রায় ১৪ ভরি সোনার গয়না চুরি হয়েছে। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান বলেন, “পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” |
|