নজরদারিতে খামতি মেনে নিচ্ছে শিশুকল্যাণ দফতর
নির্যাতিতার মৃত্যুর পরে নিজেদের খামতির কথা ঠারেঠোরে মানছে রাজ্যের শিশুকল্যাণ দফতর (সিডব্লিউসি)।
বুধবারই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় সিডব্লিউসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, মেয়েটিকে কোনও হোমে রাখা হলে এমন পরিণতি ঘটত না। এ ব্যাপারে সিডব্লিউসি-র তরফে ব্যাখ্যা, উত্তর ২৪ পরগনায় ওই দফতরে কিছু সমস্যা চলছিল। ফলে ওই কিশোরীর ব্যাপারে ঠিক মতো নজর দেওয়া যায়নি। তবে এমনটা হওয়া যে অভিপ্রেত ছিল না, তা মানছেন দফতরের আধিকারিকেরাই।
নিয়ম অনুযায়ী, কোনও নাবালিকা ধর্ষিতা হলে তাকে সিডব্লিউসি-র হোমে রেখে চিকিৎসা করানোর কথা। পরিস্থিতি অনুকুল না হওয়া পর্যন্ত মেয়েটিকে হোমে রেখে দেওয়ার কথা। কিন্তু মধ্যমগ্রামের কিশোরীর ক্ষেত্রে এর কোনওটাই মানা হয়নি।
এ দিন সিডব্লিউসি-র সদ্য প্রাক্তন চেয়ারম্যান অলোক মুখোপাধ্যায় বলেন, “কিশোরীটির সঙ্গে চরম অন্যায় করেছে আমাদের দফতর। আমি চেয়ারম্যান থাকলে কিশোরীটিকে হোমে এনে রাখতাম। তা হলে যা ঘটেছে, ঘটত না।”
অলোকবাবু জানান, সোদপুরে এমন একটি ঘটনার পরে এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে এখন হোমে ভালই আছেন। অক্টোবর মাসে মধ্যমগ্রামের ঘটনাটি যখন ঘটে, সেই সময়ই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন অলোকবাবু। এখন তিনি ফের পদে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। ওই দফতরে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন রঞ্জনা ভৌমিক। তাঁর দাবি, “ঘটনার সময়ে আমি বিদেশে ছিলাম। আর অলোকবাবু পদত্যাগ করলেও তখনও তা গৃহীত হয়নি। ফলে তিনি দায় অস্বীকার করতে পারেন না।”
কিন্তু তার পরে সিডব্লিউসি কী করেছিল মেয়েটির জন্য? রঞ্জনাদেবী জানিয়েছেন, হাসপাতালে গিয়ে সিডব্লিউসি-র কর্মীরা মেয়েটিকে দেখে এসেছিলেন। “কিন্তু মেয়েটিকে যে হাসপাতাল থেকে সরানো হয়েছে, পুলিশ তা আমাদের জানায়নি। পরে মেয়েটিকে খুঁজেও পাওয়া যায়নি। খবরের কাগজ পড়েই জানতে পারি, মেয়েটি গায়ে আগুন দিয়েছে।” জেলা পুলিশের এক কর্তার বক্তব্য, সিডব্লিউসি-র তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তা হলে সবই জানানো হত।
দৃশ্যতই মেয়েটির মৃত্যুর পরে দায় এড়াতে তৎপর বিভিন্ন দফতর। নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, “আমরা সিডব্লিউসি-র কাছে মধ্যমগ্রামের ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছি।” আজ, শুক্রবার সেই রিপোর্ট জমা পড়ার কথা।

সারা দিনের ডায়েরি

• সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা
• দোষীরা কড়া শাস্তি পাবে, বললেন মুখ্যসচিব
• মৃতার পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের
• বিহার সরকারের তরফে এক লক্ষ টাকা অনুদান
• মৃতার বাবা-মার সঙ্গে কথা বলতে শহরে বিহারের আইজি
• মৃতার বাবা-মা সারা দিন সিটুর অফিসেই
• বামপন্থী বিশিষ্টজনদের প্রতিবাদ সমাবেশ
• সিবিআই তদন্ত চেয়ে কংগ্রেস বিধায়কদের ধর্না



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.