দুপুর গড়াতেই ‘চাঁদের পাহাড়ের’ স্টক শেষ।
খবরটা ছড়াতেই বাঁকুড়া বইমেলা চত্বরে অনেকের মুখ শুকিয়ে যায়। আবারও অনেকে খুশি খুশি মুখে জানালেন, এমনটা হতে পারে ভেবে বইমেলার শুরুতেই তাঁরা বইটি কিনে ফেলেছিলেন। এ ভাবেই বইপ্রেমীদের মন ছুঁয়ে বৃহস্পতিবার শেষ হল বাঁকুড়া বইমেলা। শুক্রবার শুরু হয়েছিল সাত দিনের এই মেলা। |
এ দিন সপ্তাহের মাঝের একটি কাজের দিন হলেও বইপ্রেমীদের ভালই ভিড় ছিল। দুপুর থেকে মেলার গেটে ভিড় দেখা যায়। বাঁকুড়া বইমেলায় এ বার ভাল সাড়া ফেলেছে ছোটদের উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’। এমনিতেই বড়পর্দায় সিনেমাটি রিলিজ করার কয়েক মাস আগে থেকেই মানুষজনের মধ্যে বইটি কেনার তুমুল উৎসাহ দেখা গিয়েছিল। মেলার কয়েক দিনে ‘আনন্দ বিপণি’ থেকে প্রায় ২৫০টি এই বই বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। মেলার শেষ দিন বিকেলের মধ্যেই উপন্যাসটির ‘স্টক’ শেষ হয়ে যায় বলে জানিয়েছেন বিপণির কর্মীরা। অনেকেই উপন্যাসটি না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন। শেষ দিন বইমেলায় আসা বাঁকুড়ার বাসিন্দা অমরনাথ চক্রবর্তী, সোমনাথ দাসরা বলেন, “মেলায় এই নিয়ে দু’দিন এলাম। বেশ কিছু বই কিনেছি। কিন্তু তাতেও মন ভরলো না।
এ দিন সাংবাদিক বৈঠকে বইমেলা কমিটির অন্যতম সদস্য তথা বিধায়ক অরূপ খাঁ ও জেলা গ্রন্থাগার আধিকারিক তপন বর্মন জানান, মেলায় প্রায় ৬০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। আগামী বছরের বই মেলার ‘থিম’ ঠিক হয়েছে ‘বিষ্ণুপুরের বালুচরী শাড়ি’। বাঁকুড়ার ভূমিপুত্র পথিতযশা সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে তাঁর নামে এই মেলা উৎসর্গ করা হবে। |