সিআইডির দ্বারস্থ ছাত্রীর পরিবার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সপ্তাহখানেক বাদেও খোঁজ মিলল না বসিরহাটের নিখোঁজ ছাত্রী শিল্পা সোমের। গত বৃহস্পতিবার দুপুরে বসিরহাট পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শিল্পা কোচিংয়ে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় পুলিশকে আগেই জানিয়েছিল মেয়েটির পরিবার। কিন্তু সপ্তাহখানেক বাদেও কোনও সুরাহা না হওয়ায় এ বার সিআইডির দ্বারস্থ হলেন তাঁরা। বুধবার কলকাতার ভবানীভবনে এসে গোয়েন্দাদের মেয়ের বিষয়ে সমস্ত কিছু জানান শিল্পার মা কৃষ্ণাদেবী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের কলেজপাড়ার বাসিন্দা তারক সোমের একমাত্র মেয়ে শিল্পা। গত বৃহস্পতিবার বেরিয়ে সে নিখোঁজ হয়ে গেলে ওই দিন সন্ধ্যাতেই বসিরহাট থানায় ডায়েরি করেন শিল্পার মা কৃষ্ণাদেবী। কিন্তু সপ্তাহখানেক বাদেও কোনও খোঁজ মেলেনি মেয়ের। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে তাঁরা ভবানীভবনে এসেছেন বলে জানিয়েছেন কৃষ্ণাদেবী।
|
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা |
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দেগঙ্গার কাউকেপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম মস্ত আলি (৪৫)। বাড়ি দেগঙ্গারই চৌরাশি-মাটিকুমড়া গ্রামে। তিনি ফুচকা বিক্রি করতেন। টাকি রোড ধরে কাউকেপাড়ায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন মস্ত। উল্টো দিক থেকে পিকনিক-ফেরত বেশ কিছু লোকজন নিয়ে আসছিল ম্যাটাডরটি। সেটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মস্ত। পিকনিক-ফেরত লোকজন এবং চালক ম্যাটাডর ফেলে পালান। স্থানীয় লোকজন চালককে গ্রেফতার এবং রাস্তার ধার উঁচু করার দাবিতে ঘণ্টা খানেক দেহ আটকে অবরোধ করেন ওই এলাকায়। অভিযোগ, এই নিয়ে এক মাসে তিন জনের মৃত্যু হল।
|
সম্প্রতি হিঙ্গলগঞ্জের বাঁকড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় পাঁচ দিন ধরে ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ১৬টি দল। ফাইনালে মুখোমুখি হয় হিঙ্গলগঞ্জের টাইগার ক্লাব ও বাঁকড়া আমরা সবাই। প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে টাইগার ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯১ রান তোলে। জবাবে মাত্র দু’টি উইকেট হারিয়ে আমরা সবাই জয়ের রান তুলে নেয়। সেরা বোলার হন বিজয়ী দলের লাল্লা কুমার। ফাইনালের সেরা হন চ্যাম্পিয়ন দলের বুম্বা কুমার এবং প্রতিযোগিতার সেরা হন তাঁর সতীর্থ মারুতি যাদব। দু’টি দলকেই ট্রফি এবং নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। খেলার শেষে ছিল আতসবাজি প্রদর্শনী। |