জ্লাটান ইব্রাহিমোভিচ কি ফুটবল মহাকাব্যের ইন্দ্রজিত্ কিংবা কর্ণ? যুযুধান প্রতিপক্ষের সঙ্গে সম্মুখ সমরে যিনি কর্ণদের মতোই পরাজিত বীর হয়েই থেকে যাবেন!
প্রাক্-বিশ্বকাপের ম্যাচে দু’জনে মুখোমুখি হয়েছিলেন গত বছরের শেষ দিকে। সে দিন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে হার মেনেছিলেন সুইডেনের জ্লাটান ইব্রাহিমোভিচ। সিআর সেভেনের হ্যাটট্রিক সে দিন ম্লান করেছিল ইব্রার জোড়া গোল। যার সুবাদে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের টিকিটও চলে গিয়েছিল পর্তুগিজ ফুটবলারের পকেটে।
নতুন বছরের দ্বিতীয় দিনেই মরু শহর দোহায় ফের মুখোমুখি রোনাল্ডো এবং ইব্রা। তবে এ বার দেশের হয়ে নয়। রিয়াল এবং প্যারিস সাঁ জাঁ-র শীত বিরতির প্রীতি ম্যাচ দাপালেন বিশ্ব ফুটবলের দুই নক্ষত্র। কিন্তু সেখানেও যে রোনাল্ডোকে হারানো হল না বিশ্ব ফুটবলে ‘প্রপেলার কিক’-এর পেটেন্ট পকেটে নিয়ে ঘোরা ইব্রাহিমোভিচের। রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি নিজের পুরনো দলের বিরুদ্ধে প্রথমার্ধের পর রোনাল্ডোকে তুলে নিলেও পুরো সময়ই মাঠে রইলেন প্যারিস সাঁ জাঁ-র সুইড তারকা। কিন্তু তাতেও হার আটকায়নি ফ্রান্সের দলটির। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইব্রার প্যারিস সাঁ জাঁ হারল ০-১। গোলদাতা খেসে রডরিগেজ। |
মরুশহরে বল দখলের লড়াই রোনাল্ডো-ইব্রায়। ছবি: রয়টার্স। |
ম্যাচে রোনাল্ডো-ইব্রাহিমোভিচের ঝলক দেখলেও কাতারের ফুটবলপ্রেমীরা হতাশ দলের রিয়ালের সঙ্গে তাঁদের অন্যতম আকর্ষণ গ্যারেথ বেল না আসায়। প্যারিস সাঁ জাঁ কিন্তু ইব্রার পাশাপাশি তিন লাতিন আমেরিকান ফুটবলার— ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা, আর্জেন্তিনীয় লাভেজ্জি এবং উরুগুয়ের কাভানিদের নামিয়ে শুরু থেকেই দর্শকদের একটা বড় অংশের সমর্থন আদায় করে নেন। বর্তমানে প্যারিসের দলটির মালিক কাতারেরই একটি সংস্থা। ফুটবলের বাইরে আকর্ষণীয় মুহূর্তেরও কমতি ছিল না স্টেডিয়ামে। দু’দল মাঠে নামার সময়ই দেখা যায় টানেলে খোশ গল্প জুড়েছেন রিয়ালের সহকারি কোচ জিনেদিন জিদান এবং তাঁর বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ লরাঁ ব্লাঁ-এর সঙ্গে। আন্সেলোত্তি চলতি মরসুমে রিয়ালের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর বর্তমানে লরাঁ আবার প্যারিস সাঁ জাঁ-র কোচ। ম্যাচের আগে ইব্রাহিমোভিচকেও দেখা গিয়েছিল বাজ পাখি হাতে আলোকচিত্রীদের পোজ দিতে।
বৃহস্পতিবারই বার্সেলোনায় পৌঁছলেন লিওনেল মেসি। চোট পরীক্ষার পরেই তাঁর মাঠে ফেরা নিয়ে সিদ্ধান্ত হবে। |