টুকরো খবর
অঙ্কুরহাটির দর্শকদের মাতিয়ে গেলেন ব্যারেটো
নিজের পাড়ার মাঠে খেলার কথা মোহনবাগানের প্রাক্তন ও ভবানীপুরের বর্তমান ফুটবলার ব্যারেটোর। সকাল থেকে মাইক করে সে কথা প্রচারও করা হয়। তাই বুধবার, বছরের প্রথম দিনে খেলা শুরুর নির্ধারিত সময়ের আগেই এলাকার ফুটবলপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন ডোমজুড়ের অঙ্কুরহাটি গ্রামের পিএজে মাঠে। মাঠ উপচে পড়া দর্শকের গ্রাম উজিয়ে আসা ব্যর্থ হয়নি। মহরুম হাজি সোলেমান মোল্লা ও মহরুম মোস্তাক আলি স্মৃতি গোল্ড কাপের ফাইনালের দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন ‘সবুজ তোতা’। তিনি মাঠে নামার পরেই গোল পেল তাঁর দল। মনজিত্‌ সিংহের গোলে ব্যারাকপুরের বিদ্যারাগী ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে ভবানীপুর জিতল ১-০ গোলে। জমজমাট ফাইনালে ব্যারাকপুরের দলটির খেলাও চোখ টানল দর্শকদের। ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল মোট ১২টি দল। অঙ্কুরহাটি এলাকায় দীর্ঘদিন পরে কোনও বড় মাপের ফুটবল প্রতিযোগিতা হওয়ার প্রায় প্রতিটি খেলাতেই মাঠে দর্শকের ভিড় চোখে পড়ার মতো। বুধবারের ফাইনালও তার ব্যতিক্রম হয়নি।

পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৬
বছরের শুরুর দিন পিকনিক সেরে সপরিবার বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের মাধবডিহির বুলচন্দ্রপুরে বর্ধমান-আরামবাগ রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক ঘোষ (৫০)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হাজরা গ্রামে। গাড়ির চালক-সহ আহত একই পরিবারের ৬ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার, বছরের প্রথম দিন ভোরে সপরিবারে মাইথনে পিকনিক করতে গিয়েছিলেন অশোকবাবু। রাতে খাওয়া-দাওয়ার পর বাড়ির দিকে রওনা দেন তাঁরা। চালকের পাশে বসেছিলেন অশোকবাবু। বুলচন্দ্রপুরে আচমকাই তাঁদের গাড়ি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। অশোকবাবুর স্ত্রী বন্দনাও ছিলেন একই গাড়িতে। তিনি জানান, রাস্তায় পড়ে থাকা সত্ত্বেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। প্রায় আধ ঘণ্টা পরে পুলিশের গাড়ি এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভর্তি করার পরেই মারা যান অশোকবাবু।

শিবির করে বিদ্যুত্‌ সংযোগ বাগনানে
এত দিন বিদ্যুত্‌ সংযোগ চেয়ে হাপিত্যেশ করে বসে থাকতে হত গ্রাহকদের। সম্প্রতি বাগনান-২ পঞ্চায়েত সমিতির অধীন কিশোরপুর গ্রামে দেখা গেল উলটপুরাণ। মাসখানেক আগে স্থানীয় বিদ্যুত্‌ বণ্টন সংস্থার পক্ষে বিদ্যুত্‌ সংযোগ নেওয়ার জন্য প্রচার চালানো হয়। আবেদন করেন ২০ জন। তিন জন বছর খানেক আগেই আবেদন করেছিলেন। দিন কয়েক আগে গ্রামে শিবির করে ১০টি বিদ্যুত্‌ খুঁটি পুঁতে ওই ২৩টি পরিবারকে বিদ্যুত্‌ সংযোগ দেওয়া হয়। সংস্থা সূত্রের খবর, প্রয়োজনীয় বৈদ্যুতিক খুঁটি এবং সরঞ্জাম না থাকায় এত দিন সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এ দিন শিবিরে আরও ১০টি আবেদনপত্র জমা পড়ে। সপ্তাহখানেকের মধ্যেই তাঁদের সংযোগ দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। একই দিনে উলুবড়িয়ার বীরশিবপুরে খানজাদাপুরের ২৩টি পরিবারকেও বিদ্যুত্‌ সংযোগ দেওয়া হয়েছে।

বই দিবস
ছবি: সুব্রত জানা।
শিক্ষাবর্ষের প্রথম দিন, বৃহস্পতিবার ছিল ‘বই দিবস’। অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক বিলির দিন। তবে রাজ্যের বহু স্কুলেই বিভিন্ন বিষয়ের বই এসে পৌঁছয়নি। কোথাও আবার পড়ুয়ার সংখ্যার তুলনায় কম বই পৌঁছেছে। ছাপার ভুল থাকায় ষষ্ঠ শ্রেণির ইতিহাস বই কোনও স্কুলেই বিতরণ করা যায়নি। সরবরাহ না-হওয়ায় শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর জেলা, ডুয়ার্সের বিভিন্ন স্কুলগুলিতে ষষ্ঠ শ্রেণির ইতিহাস বই বিলি করা যায়নি। ষষ্ঠ শ্রেণির ইতিহাস বইয়ে এ বার মোগলমারিতে আবিষ্কৃত বৌদ্ধবিহারের বৃত্তান্ত স্থান পেয়েছে। সঙ্গে, উলুবেড়িয়ার একটি স্কুলে নতুন বই হাতে পড়ুয়ারা।

নক আউট ফুটবল
গত পনেরো দিন ধরে চলা বারো দলীয় নক আউট ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল উলুবেড়িয়ায়। রবিবার রাতে উলুবেড়িয়া বাহিরতফা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তাদেরই নিজস্ব মাঠে ফাইনালে মুখোমুখি হয় পূর্ব মেদিনীপুরের মেচেদা স্পোর্টিং ক্লাব এবং পাঁচলা সেভেন স্টার ক্লাব। টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে মেচেদা স্পোর্টিং ক্লাব। এ দিনের খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় সুব্রত ভট্টাচার্য, চিকিত্‌সক অরুণ জাষু প্রমুখ।

স্কুলের অনুষ্ঠান
স্কুলের একশো পঁচিশ বছর পূর্তিতে তিন দিন ধরে উত্‌সব পালিত হল খানাকুলের সেকেন্দারপুর রায় কে পি পাল বাহাদুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে আলোচনা সভা, বিজ্ঞান প্রদর্শনী, ক্যুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ফুটবল প্রতিযোগিতারও আয়োজন ছিল।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.