|
|
|
|
৪০০ ফুট গভীর খাদে বাস, মহারাষ্ট্রে মৃত ২৬
সংবাদ সংস্থা • ঠাণে
২ জানুয়ারি |
নতুন বছরের দ্বিতীয় দিনেই দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস। তাতে মৃত্যু হয়েছে ২৬ জনের। আহত কমপক্ষে ১২ জন। মহারাষ্ট্রের ঠাণে জেলার ঘটনা।
আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঠাণের লোকমান্য নগর থেকে রওনা দিয়েছিল মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এমএসআরটিসি) একটি বাস। গন্তব্য ছিল আহমেদনগর। সরকারি সূত্রে জানা গিয়েছে, বাসটিতে যাত্রী ছিলেন ৪০ জন। সকাল সাড়ে ন’টা নাগাদ তোকাওয়াড়ে গ্রামের কাছে মালসেজ ঘাটে প্রায় ৪০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার ফলে বাসটির ছাদের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।
সহ্যাদ্রি পর্বতমালার অন্তর্গত মালসেজ ঘাট একটি জনপ্রিয় পিকনিক স্পট। বছরের এই সময় অনেকেই ঘুরতে যান সেখানে। কিন্তু যে বাঁকে বাসটি দুর্ঘটনায় পড়েছিল, সেখানে কোনও মোবাইল টাওয়ার নেই।
ফলে বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশের কাছে খবর যেতে অনেকটা সময় লেগে যায়। বাসটি দুর্ঘটনায় পড়ার সঙ্গে সঙ্গেই আটকে পড়া
যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার
কাজে হাত লাগান। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ওই অঞ্চলে ট্রেকিং করতে যাওয়া একটি দলও। বেলা সাড়ে দশটা নাগাদ খবর পৌঁছয়
জেলা সদর দফতরের কাছে। সেখান থেকে খবর যায় বিপর্যয় মোকাবিলা দফতরে। চিকিৎসক ও উদ্ধারকারীদের নিয়ে একটি দল প্রায় সঙ্গে সঙ্গে রওনা হয় দুর্ঘটনাস্থলের উদ্দেশে। তবে বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসারেরা জানিয়েছেন, এলাকাটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য গোটা বিষয়টি সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাঁদের। |
দুর্ঘটনাগ্রস্ত সেই বাস। বৃহস্পতিবার ঠাণেতে পিটিআইয়ের ছবি। |
পুলিশ জানিয়েছে, আহতদের ঠাণে ও পুণের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০টি মৃতদেহ ওত্তুর গ্রামে এবং বাকি ছ’টি দেহ জুন্নারের হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ। এমএসআরটিসি-র চেয়ারম্যান জীবন গোরে মৃতদের নিকট আত্মীয়কে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।
কী ভাবে ঘটল আজকের দুর্ঘটনা? এমএসআরটিসি-র জেনারেল ম্যানেজার সূর্যকান্ত অম্বেডকড় জানিয়েছেন, প্রাথমিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মালসেজ ঘাটের রাস্তার এক সরু বাঁকের কাছে একটি ট্রাকের সঙ্গে সরকারি বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সম্ভবত তার ফলেই বাসের চালক নিয়ন্ত্রণ হারান। আর বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে।
বাস চালকের গাফিলতিতেই কি তবে দুর্ঘটনা?
এমএসআরটিসি কর্তৃপক্ষ অবশ্য সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার জানিয়েছেন, চালক কিসান নারায়ণ চৌধুরী (৫৫) অত্যন্ত অভিজ্ঞ। প্রায় ২৫ বছর ধরে তিনি বাস চালাচ্ছেন। এবং ওই রুটে তিনি নিয়মিত চালাতেন। কন্ডাক্টর ডি বি বোন্দকেও (৩০) ওই রুটের নিয়মিত মুখ। এঁরা দু’জনেই আহমেদনগরের পারনের গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর থেকেই ওঁদের দু’জনের কোনও খবর নেই বলে জানান ওই অফিসার। |
|
|
|
|
|