নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
স্কুলে নোটিস ঝোলানো হয়েছিল পঞ্চম শ্রেণিতে ১৬০ জনের বেশি পড়ুয়া ভর্তি নেওয়া হবে না। কিন্তু সমস্ত আবেদনকারীকেই ভর্তি নিতে হবে, এই দাবি তুলে স্কুলের প্রধান শিক্ষকের ঘরে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। বিক্ষোভের পাশাপাশি তাঁরা স্কুলের সামনে রাস্তাও অবরোধ করেন। বৃহস্পতিবার সিউড়ির পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুলের ঘটনা। |
স্কুল সূ্ত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্কুলের পরিচালন সমিতি সিদ্ধান্ত নেয় পঞ্চম শ্রেণিতে ১৬০ জন পড়ুয়াকেই ভর্তি নেওয়া হবে। গত ২৬ ডিসেম্বর সেই নোটিস জারি হওয়ার পর থেকেই ক্ষোভের মুখে পড়েন স্কুল কর্তৃপক্ষ। যা এ দিন ব্যাপক আকার নেয়। অভিভাবকদের দাবি, ওই স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য ১৮৯ জন আবেদন করেছে। প্রত্যেককেই ভর্তি নিতে হবে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য পাল্টা জানিয়ে দেয়, ওই দাবি কিছুতেই মানা সম্ভব নয়। এ দিন স্কুল কর্তৃপক্ষের সেই সিদ্ধান্তের প্রতিবাদেই অভিভাবকদের একাংশ স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকী, ঘণ্টাখানেক ধরে তাঁরা স্কুলের সামনে সিউড়ি পোস্ট অফিস সংলগ্ন রাস্তাও অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তা উঠে গেলে আন্দোলনকারীরা স্কুলে ঢুকে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সম্পাদকের ঘরে তালা মেরে দেন। স্কুলের প্রধান শিক্ষক পবিত্র দাশবক্সি বলেন, “স্কুলের আসন অনুপাতে পরিচালন সমিতির বৈঠকে ১৬০ জন পড়ুয়াকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই মতোই নোটিস দেওয়া হয়। কিন্তু ওই অভিভাবকদের দাবি, ১৮৯ জনকেই ভর্তি নিতে হবে।” শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৪টে নাগাদ স্কুল কর্তৃপক্ষ মহকুমাশাসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তাঁর হস্তক্ষেপে তালা খোলা হয়।
স্কুল সূত্রে খবর, পরে প্রধান শিক্ষক, সম্পাদক ও অভিভাবকদের দু’ জন প্রতিনিধি দফতরে গিয়ে জেলা স্কুল পরিদর্শক আনসার আলি মির্জার সঙ্গে দেখা করেন। মির্জা বলেন, “স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের প্রতিনিধির সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আপাতত ঠিক হয়েছে ১৬০ জন পড়ুয়াকে ভর্তি নেওয়া হবে।” তবে, মোট ৭৭টি সংরক্ষিত আসনে (এসসি, এসটি) ভর্তি নেওয়ার পরেই সাধারণ কোটায় পড়ুয়াদের ভর্তি নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ভর্তি হতে না পারা পড়ুয়াদের অন্যত্র ভর্তি করিয়ে দেওয়ার ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর। আগামী বুধবার ওই স্কুলে পঞ্চম শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা। |