আরও তিনটি স্কুল ইটভাটায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
আরও তিনটি স্কুল খুলল ইটভাটায়। কালনার সাতগাছি, জাপট ও কালনা ইটভাটায় বৃহস্পতিবার ওই স্কুলগুলির উদ্বোধন হয়। অনুষ্ঠানে ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, সি আই রাকেশ মিশ্র, কালনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আলমগীর সাত্তার, পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের প্রধান-সহ অনেকে। স্থানীয় সূত্রে খবর, বহু বছর ধরেই ভিন রাজ্যের শ্রমিকেরা ইটভাটায় কাজ করতে আসেন। অনেকে সপরিবারেও আসেন। কিন্তু এই ক’মাস তাদের শিশুরা পড়াশোনার কোনও সুযোগই পায় না। বেশিরভাগ হিন্দীভাষী হওয়ায় সমস্যা আরও বাড়ে। সম্প্রতি ইটভাটা অ্যাসোশিয়েশনের তরফে ওই শিশুদের জন্য ভাটাতেই স্কুল খোলা হয়। সংগঠনের তরফে সুশীল মিশ্র জানান, এ নিয়ে মোট সাতটি ইটভাটায় স্কুল চালু হল। জানুয়ারির মধ্যে বাকিগুলোতেও হয়ে যাবে। ওই তিনটি ইটভাটার মালিক কমল হাওলাদার জানান, তিন জায়গাতেই ৫ থেকে ১০ বছর পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৪০-এর বেশি। তাদের বই, খাতা ও পোশাক দেওয়া হয়েছে।
|
অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
রেল স্টেশনের পাশে একটি ফাঁকা জমি থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে পূর্বস্থলীর ভান্ডারটিকুরি স্টেশনের পাশ থেকে ওই দেহ মেলে। পুলিশ জানিয়েছে, বছর পঁয়ত্রিশের ওই যুবকের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এছাড়া মুখের নানা জায়গায় ক্ষতচিহ্নও রয়েছে। এ দিন সাত সকালে দেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালনা মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে খুনের ঘটনা বলেই মনে হচ্ছে। খুনের মামলাও দায়ের করা হয়েছে।
|
শুরু পুর উৎসব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শুরু হল বর্ধমান পুর উৎসব। বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করতে এসে লেখিকা মহাশ্বেতা দেবী শবরদের দুর্দশার কথা বলেন। তিনি জানান, আজও মেদিনীপুর বা পুরুলিয়ায় তাদের দেখতে পেলেই তাড়া করে বা পিটিয়ে মারে মানুষ। সেই দুর্দশা ঘোঁচাতে তাঁর লড়াইয়ের কথাও বলেন তিনি। বর্ধমান পুর উৎসবের ভিড় দেখে তিনি বলেন, এত জমায়েত কলকাতার পক্ষেও ঈর্ষণীয়।
|
স্কুলের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
শতবর্ষ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠান শুরু হল কাটোয়ার সুদপুর উচ্চ বিদ্যালয়ে। চলবে মঙ্গলবার পর্যন্ত। এ দিন সকালে প্রভাতফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন করেন রাজ্যের পরিসংখ্যান ও কর্মসূচী রূপায়ণ মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ষোড়শীমোহন দা। স্কুল কর্তৃপক্ষ জানান, ছ’দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষচন্দ্র সিংহের আবক্ষ মূর্তিও এ দিন উন্মোচন করা হয়। |