|
|
|
|
বেতন না মেলায় বিক্ষোভ
|
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কয়েক মাস ধরে বেতন না মেলার অভিযোগে বৃহস্পতিবার দুর্গাপুরের সগড়ভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। পরে কারখানার আধিকারিকদের ঘিরেও বিক্ষোভ হয়। এক আধিকারিক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ওই কর্মীদের অভিযোগ, বছর দুয়েক ধরেই অনিয়মিত বেতন মিলছে। আগে শ্রমিকদের বেতন দেওয়া হতো মাসের ১০ তারিখ। ক্রমশ তা পিছিয়ে মাসের ২০-২১ তারিখ করা হয়। শেষ চার মাসে বেতনই মেলেনি। কারখানা সূত্রে জানা গিয়েছে, বাজারের পরিস্থিতি আশানুরূপ নয়। তাই শ্রমিক-কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, এমন পরিস্থিতি সাময়িক। পরিস্থিতির উন্নতি হলেই বকেয়া-সহ বেতন মিটিয়ে দেওয়া হবে। শ্রমিক-কর্মীদের দাবি, বেতন না মেলায় সংসার চলছে না। তাই এ দিন প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন। বিক্ষোভকারীদের পক্ষে রাজকুমার সিংহ বলেন, “কর্তৃপক্ষের কথা ভেবে আমরা উৎপাদন চালু রেখেছি। কর্তৃপক্ষেরও উচিত আমাদের অসুবিধার দিকটি দেখা।”
এ দিন সকাল ১০টা নাগাদ শ’দুয়েক শ্রমিক-কর্মী কারখানার গেটে বকেয়া-সহ বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পরে এক দল শ্রমিক-কর্মী কারখানায় ঢুকে আধিকারিকদের কাছে দাবি জানাতে যান। সেখানেও কিছু ক্ষণ বিক্ষোভ চলে। ঘন্টা দুয়েক পরে সবাই ফিরে যান। বেতন না মেলা পর্যন্ত কারখানায় উৎপাদন চালু রেখেই প্রতিবাদ আন্দোলন হবে বলে দাবি করেন শ্রমিক-কর্মীরা।
এই ইস্পাত কারখানাটি গড়ে ওঠে ২০০৩ সালে। উৎপাদন শুরু হয় বছরখানেকের মধ্যে। কারখানা কর্তৃপক্ষের দাবি, গত কয়েক বছরে শুধু এ দেশ নয়, বিশ্ববাজারেও ইস্পাতের চাহিদা কমেছে। কিন্তু বেড়েছে কাঁচামাল, কয়লা, বিদ্যুতের দাম। ফলে, মুনাফা কমেছে। এমন পরিস্থিতিতে শ্রমিক-কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। |
|
|
|
|
|