টুকরো খবর
হাসপাতালে ঢুকে হুমকির অভিযোগ
দলের গোষ্ঠীদ্বন্দ্বে জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এক তৃণমূল কর্মী। বহিরাগত লোকজন রাতে হাসপাতালে গিয়ে তাঁর ভাইকে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠল দুর্গাপুরে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানিয়েছেন। দলের প্রতিষ্ঠা দিবসে কার্যালয়ের সামনে পতাকা তোলা নিয়ে বুধবার ভ্যাম্বে কলোনিতে মারপিট হয়েছিল তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে। স্থানীয় তৃণমূল নেতা ভীম মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত সুকান্ত মাজি হাতে চোট পান। মাথায় আঘাত লাগে অপর তৃণমূল নেতা নিখিল মুখোপাধ্যায়ের অনুগামী হৃদয় সাঁইয়ের। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় তৃণমূল নেতা ভীম মণ্ডল অভিযোগ করেন, বুধবার গভীর রাতে হাসপাতালে গিয়ে জখম কর্মী সুকান্ত মাজির ভাই হেমন্ত মাজিকে হুমকি দেয় কয়েক জন। বাইরের লোকজন এ ভাবে হাসপাতালে ঢুকলে রোগীদের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন তুলে ভীমবাবুর অনুগামীরা বৃহস্পতিবার সকালে হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভও দেখান। পরে তাঁরা লিখিত অভিযোগ করেন। সুপার দেবব্রত দাস জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ জানায়, তিন জনের বিবরণ পাওয়া গিয়েছে। তদন্ত চলছে।

ভর্তির দাবিতে বিক্ষোভ উখড়ার স্কুলে

চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
পঞ্চম শ্রেণিতে ভর্তি নেওয়া দাবিতে প্রায় দিনভর বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বিডিও-র হস্তক্ষেপে বিক্ষোভ থামে। ঘটনাটি ঘটেছে, অন্ডালের উখড়া হিন্দি আদর্শ উচ্চবিদ্যালয়ে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অভিভাবকেরা বিদ্যালয় চত্বরে হাজির হন। প্রধান শিক্ষক দাবি মানা সম্ভব নয় জানানোয় তাঁরা বিদ্যালয়ের সামনে অন্ডাল-মাধাইগঞ্জ রোড অবরোধ করতে যান। কিন্তু পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তখন তাঁরা স্কুল চত্বরে সদর দরজা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্ডালের বিডিও মানস পাণ্ডে ফোনে বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ করে তাঁর অফিসে গিয়ে দেখা করতে বলেন। তার পরেই বিক্ষোভ বন্ধ করে বিডিও-র সঙ্গে দেখা করেন অভিভাবকেরা। বিডিও জানান, অভিভাবকেরা একটি দাবিপত্র দিলে তা জেলা স্কুল পরিদর্শকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক প্রবীণ সিংহ জানান, তাদের বিদ্যালয়ের আসন সংখ্যা না বাড়ানো পর্যন্ত নতুন করে ভর্তি নেওয়া সম্ভব নয়।

গাড়ির ধাক্কায় মৃত প্রৌঢ়
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বুদবুদের কোটা মোড়ে দু’নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ষষ্ঠীচরণ মণ্ডল (৬৫)। বাড়ি কোটা গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীচরণবাবু ডাকবিভাগের প্রাক্তন কর্মী। পেনশনের টাকা তোলার জন্য এ দিন তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। ২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকার সময় কোনও গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ষষ্ঠীচরণবাবুর। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

ভর্তির দাবিতে বিক্ষোভ স্কুলে
পঞ্চম শ্রেণিতে ভর্তি নেওয়া দাবিতে প্রায় দিনভর বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বিডিও-র হস্তক্ষেপে বিক্ষোভ থামে। ঘটনাটি ঘটেছে, অন্ডালের উখড়া হিন্দি আদর্শ উচ্চবিদ্যালয়ে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অভিভাবকেরা বিদ্যালয় চত্বরে হাজির হন। প্রধান শিক্ষক দাবি মানা সম্ভব নয় জানানোয় তাঁরা বিদ্যালয়ের সামনে অন্ডাল-মাধাইগঞ্জ রোড অবরোধ করতে যান। কিন্তু পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তখন তাঁরা স্কুল চত্বরে সদর দরজা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত অন্ডালের বিডিও মানস পাণ্ডে ফোনে বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ করে তাঁর অফিসে গিয়ে দেখা করতে বলেন। তার পরেই বিক্ষোভ বন্ধ করে বিডিও-র সঙ্গে দেখা করেন অভিভাবকেরা। বিডিও জানান, অভিভাবকেরা একটি দাবিপত্র দিলে তা জেলা স্কুল পরিদর্শকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক প্রবীণ সিংহ জানান, তাদের বিদ্যালয়ের আসন সংখ্যা না বাড়ানো পর্যন্ত নতুন করে ভর্তি নেওয়া সম্ভব নয়।

শাস্তি চেয়ে মিছিল
মধ্যমগ্রামে নির্যাতিতা কিশোরীর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে অন্ডালে মোমবাতি মিছিল করলে স্থানীয় বাসিন্দারা। উখড়ার পুরনো হাটতলা থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে বৃহস্পতিবার।

কোথায় কী

দুর্গাপুর

• কল্পতরু উৎসব। মেলা ময়দান, গ্যামন ব্রিজ মোড়। বিকাল ৪টা। উদ্যোগ: দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটি।
• বার্ষিক উৎসব। রাধাকৃষ্ণ পল্লী, বেনাচিতি। বিকাল চারটা। উদ্যোগ: দুর্গাপুর হরিসভা।
• বিনামূল্যে স্বাস্থ্য শিবির। কল্পতরু মেলা ময়দান। উদ্যোগ: দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.